বিশ্বব্যাপী করোনার পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় মঙ্গলবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও ৪ হাজার ৫৬৯ জন। অন্যদিকে শনাক্ত হয়েছেন ৪ লাখ ৭৪ হাজার ৩৬৪ জন।
এর আগে সোমবার (৬ ডিসেম্বর) বিশ্বে মারা গিয়েছিল আরও ৪ হাজার ৮ জন। অন্যদিকে শনাক্ত হয়েছিল ৪ লাখ ২২ হাজার ৪২১ জন।
বিশ্বে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ২৬ কোটি ৬৬ লাখ ৮০ হাজার ৬৫৭ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫২ লাখ ৭৭ হাজার ৩৫৬ জনে। আর সুস্থ হয়েছেন ২৪ কোটি ২ লাখ ২১ হাজার ৬৬৪ জন।