মঙ্গলবার, সেপ্টেম্বর ১৭, ২০২৪

গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল করতে হবে : রাশেদ খাঁন

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন বলেছেন, গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ, নিবন্ধন বাতিল এবং আইন করে সাংগঠনিক কার্যক্রম বন্ধ করতে হবে। এগুলো করতে না পারলে শহীদের রক্তের সঙ্গে বেইমানি করা হবে।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) গাজীপুর জেলা গণঅধিকার পরিষদের আয়োজনে গণঅভ্যুত্থান পরবর্তী তারুণ্যের রাজনৈতিক ভাবনা শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মো. রাশেদ খাঁন আরও বলেন, রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে তরুণদের ঐক্যবদ্ধ হতে হবে। স্বাধীনতার ৫৩ বছর পর আমরা আবার দ্বিতীয়বারের মত স্বাধীন হয়েছি। এবার যদি আমরা ব্যর্থ হই, তবে বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে। বাংলাদেশকে বাঁচাতে আগামী ১০ বছর ঐক্য ও সংহতির ভিত্তিতে সব দলের অংশগ্রহণে সরকার চালাতে হবে। যুগপৎ আন্দোলনের ঘোষণা ছিলো জাতীয় সরকার ও রাষ্ট্র সংস্কার। রাজনৈতিক দলগুলোর হাতে সেই সুযোগ এসেছে। কিন্তু সেটি করা না হলে জনগণ আমাদের ক্ষমা করবে হবে।

গাজীপুরের জয়দেবপুর কনভেনশন সেন্টারে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে গাজীপুর জেলা গণঅধিকার পরিষদ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img