মঙ্গলবার, সেপ্টেম্বর ১৭, ২০২৪

আহতদের দেখতে হাসপাতালে ড. ইউনূস

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের দেখতে রাজধানীর আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটালে গেলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (৭ সেপ্টেম্বর) ওই হাসপাতালে যান তিনি।

জুলাই ও আগস্ট মাসে ছাত্র আন্দোলনে আহত বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের আট শিক্ষার্থীসহ ১১ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রধান উপদেষ্টা এসব আহতদের চিকিৎসার খোঁজ-খবর নেন।

হাসপাতালের পরিচালক কাজী দ্বীন মোহাম্মদ বলেন, হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন চার শিক্ষার্থীর খোঁজ-খবর নেন প্রধান উপদেষ্টা।

তিনি বলেন, চারজনই মাথায় গুলিবিদ্ধ হয়েছে। তাদের অবস্থার উন্নতি হচ্ছে।

এ সময় হাসপাতালের যুগ্ম পরিচালক বদরুল আলমসহ সিনিয়র চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img