মঙ্গলবার, সেপ্টেম্বর ১৭, ২০২৪

চকরিয়া উপজেলা হেফাজতের কমিটি নবায়ন ও আলোচনা সভা সম্পন্ন

হেফাজতে ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রীয় যুগ্নমহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদি বলেছেন, বৈষম্য বিরুধী ছাত্র আনন্দোলনের মাধ্যমে স্বৈরশাসক কে হঠিয়ে আজ ইসলামি আনন্দোলনের অগ্রযাত্রা সুপ্রসন্ন হয়েছে। শাপলা চত্বরের গণহত্যা আজ ও হৃদয়ে রক্তক্ষরণ বহমান। তাই আজ সময় এসেছে এ দেশের তৌহিদি জনতাকে সাথে নিয়ে কাজ চালিয়ে যেতে হবে।

আজ শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকেলে কক্সবাজার চকরিয়া উপজেলার চিরিংগা মহিউচ্ছুন্নাহ মাদ্রাসা হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হেফাজতে ইসলাম বাংলাদেশ চকরিয়া উপজেলা শাখার কমিটি নবায়ন উপলক্ষে চকরিয়া উপজেলা শাখার সভাপতি মুফতী এনামুল হকের সভাপতিত্বে এবং সহকারী সেক্রেটারি মাওলানা সরওয়ার আলম কুতুবীর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় মাওলানা মুফতী এনামুল হককে সভাপতি ও মাওলানা আনোয়ার আলমকে সাধারণ সম্পাদক করে চকরিয়া উপজেলা কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহ- সভাপতি মাওলানা হোছাইন আহমদ,সহ – সভাপতি যথাক্রমে মাওলানা আবদুল মান্নান,মাওলানা শহীদুল্লাহ আশরাফী,মাওলানা নুরুচ্ছুলতান,মাওলানা আবুল কাশেম, মাওলানা ইব্রাহিম আজিজী ও মাওলানা মোস্তফা নূরী ।

সহ সাধারণ সম্পাদক হলেন যথাক্রমে মাওলানা সৈয়দ মাহবুব মোর্শেদ,মাওলানা সরওয়ার আলম কুতুবী ও মাওলানা ফরিদুল হক।

সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়জুল্লাহ আনোয়ার, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা এইচ,এম জামালুদ্দিন তাওহিদ,প্রচার সম্পাদক মাওলানা আবদুর রহমান ও সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা ডাঃ মঈন উদ্দীন প্রমুখ।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img