চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে ২০১২ সালে যোগদানের পর থেকে অদ্যাবধি অত্যন্ত সুনামের সাথে অধ্যাপনা করে আসছেন সহকারী অধ্যাপক ড. মুফতী হুমায়ুন কবির খালবী ও ড. মুহাম্মাদ শফিউল্লাহ কুতুবী। সম্প্রতি তাঁরা একই বিভাগের দু’জন শিক্ষকের অধীনে তাঁদের গবেষণা কাজ সম্পাদন করেছেন। বিশ্ববিদ্যালয়ের ৫৩৪ তম সিন্ডিকেটে তাঁদের পিএইচডি অনুমোদিত হয়।
ড. হুমায়ুন কবির খালবী “ইসলামী শরিয়ার আলোকে আধুনিক লেনদেন” শিরোনামে গবেষণা করে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ইতিপূর্বে তিনি একই বিশ্ববিদ্যালয় থেকে ইসলামী ব্যাংকিংয়ের উপর এম ফিল ডিগ্রি লাভ করেন। তিনি কক্সবাজারের ঈদগাহ উপজেলার মধ্যম পোকখালীর মৌলভী শফিউল ইসলাম ও মর্জিয়া বেগমের দ্বিতীয় পুত্র। এ পর্যন্ত তাঁর ১৪ টি অনুবাদ এবং ১৫ টি গবেষণামূলক প্রবন্ধ প্রকাশিত হয়েছে।
ড. শফিউল্লাহ কুতুবী “আব্দুর রহমান পাশা ও তাঁর সাহিত্য ভাবনা” শিরোনামে গবেষণা করে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং গ্রামের মাওলানা ছলিম উল্লাহর পুত্র। দেশ-বিদেশের বিভিন্ন জার্নালে তাঁর প্রকাশিত গবেষণা প্রবন্ধ ও অনূদিত গ্রন্থের সংখ্যা ১৭টি। তিনি শিক্ষা জীবনে অনার্স ও মাস্টার্সে প্রথম শ্রেণীতে প্রথম হয়েছিলেন।
পিএইচডি অর্জন করায় ড. মুফতী হুমায়ুন কবির খালবী ও ড. মুহাম্মাদ শফিউল্লাহ কুতুবীকে বিশেষ সংবর্ধনা প্রদান করে কক্সবাজারের মা’হাদ আন-নিবরাস।
গত শনিবার (৪ ডিসেম্বর) কক্সবাজারে অবস্থিত মা’হাদ আন-নিবরাসের সেই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মা’হাদের প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা জিয়াউল হক, জামেয়া দারুল মা’আরিফ আল-ইসলামিয়া চট্টগ্রাম-এর নায়েবে মুদির মাওলানা মুহাম্মাদ ফুরকানুল্লাহ খলিল প্রমুখ।