মঙ্গলবার, সেপ্টেম্বর ১৭, ২০২৪

রাষ্ট্রের কল্যাণে ইসলামী শক্তির ঐক্যের বিকল্প নেই : মাওলানা ইসলামাবাদী

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব, হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম-মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেছেন, ছাত্রজনতার অদম্য সাহস ও নজিরবিহীন আত্মত্যাগের মধ্যদিয়ে আওয়ামী জালিম শাহীর ক্ষমতার দম্ভ চূর্ণবিচূর্ণ হয়ে গিয়েছে। রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানে স্বৈরতন্ত্রের পতনে অর্জিত মজলুমানের বিজয় ও যথার্থ স্বাধীনতার চেতনাকে অর্থবহ করতে হবে। এ জন্য প্রয়োজন বিপ্লবোত্তর রাষ্ট্রের বৃহত্তর কল্যাণে ইসলামী শক্তির সুসংহত ঐক্য।

তিনি আজ জুমাবার (৬ সেপ্টেম্বর) বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি কক্সবাজার জেলা নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন।

এসময় মাওলানা ইসলামাবাদী ইসলামী রাষ্ট্রব্যবস্থার উপকারিতা সম্পর্কে ব্যাপক জনসচেতনতা সৃষ্টির জন্য নেজামে ইসলাম পার্টির গঠনমূলক কর্মসূচি বাস্তবায়নের ওপর জোর দেন।

জেলা নায়েবে আমীর মাওলানা আ. হ. ম নুরুল কবির হিলালীর সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন, পার্টির সহকারী মহাসচিব ও সদ্য কারামুক্ত জেলা নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ ইয়াছিন হাবিব, চট্টগ্রাম দক্ষিণ জেলার নেতা মাওলানা নুরুল আলম চৌধুরী, কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহমান জিহাদী, অর্থ সম্পাদক মাওলানা নুরুল হক চকোরী, পৌর আমীর মাওলানা খালেদ সাইফী, কেন্দ্রীয় ছাত্রবিষয়ক সচিব ও জেলা প্রচার সম্পাদক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর, ইসলামী যুবসমাজ কক্সবাজার জেলা সমন্বয় কমিটির সদস্য সচিব মাওলানা হাফেজ শওকত আলী, ইসলামী ছাত্রসমাজের সাবেক জেলা সহ-সভাপতি মাওলানা মুহাম্মদ আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ দিদারুল আলম, সাংগঠনিক সম্পাদক মাওলানা আতাউল্লাহ ও জেলা ইসলামী ছাত্রসমাজের সভাপতি মুহাম্মদ অলি উল্লাহ আরজু প্রমুখ।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img