মঙ্গলবার, জানুয়ারি ৭, ২০২৫

গাজ্জায় আরও এক হাসপাতাল ধ্বংস করে দিয়েছে ইসরাইল

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি বাহিনী ভয়াবহ হামলা চালিয়ে উত্তর গাজ্জার ইন্দোনেশিয়ান হাসপাতাল অকেজো করে দিয়েছে। সেখানে এখন আর কোনো রোগী বা আহত ব্যক্তিকে চিকিৎসা সেবা দিতে সক্ষম নয়।

শুক্রবার (৩ জানুয়ারি) উত্তর গাজ্জার বেইত লাহিয়া শহরে অবস্থিত হাসপাতালটি ঘিরে ফেলে দখলদার ইসরাইলি সেনারা। এ সময় হাসপাতালটিতে শত শত রোগী ও আহত ব্যক্তির সেবাদান চলছিল এবং হাসপাতালটিতে আশ্রয় নিয়েছিলেন আরো শত শত ছিন্নমূল মানুষ। কিন্তু ইসরাইলি সেনারা তাদের সবাইকে হাসপাতালটি থেকে অস্ত্রের মুখে বের করে দেয়।

গাজ্জার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলি সেনারা আশ-শিফা হাসপাতাল ধ্বংস করে দেয়ার পর উত্তর গাজ্জার যে তিনটি বৃহৎ হাসপাতাল ছিল, অর্থাৎ কামাল আদওয়ান, বেইত হানুন ও ইন্দোনেশিয়ান হাসপাতাল- এখন সে সকল হাসপাতাল একেবারে অকেজো করে দিয়েছে ইসরাইলি বাহিনী। সর্বশেষ গতকাল (শনিবার) বেইত হানুন হাসপাতাল খালি করে দেয়ার নির্দেশ দেয়ার পর হাসপাতালটি ত্যাগ করার কাজ চালিয়ে যাচ্ছেন অসহায় ফিলিস্তিনিরা।

গাজ্জা থেকে পাওয়া খবরে জানা গেছে, ইসরাইলি সামরিক বাহিনী গাজ্জার জাবালিয়া শহরে অবস্থিত আল-আওদা হাসপাতালও খালি করার নির্দেশ দিয়েছে। তারা বলেছে, হাসপাতালটি ত্যাগ না করলে এর ভেতরে থাকা সবাইকেসহ এটি বোমা মেরে উড়িয়ে দেয়া হবে। বর্তমানে সেখানে ৩৬ জন রোগী ও ৬৫ জন চিকিৎসাকর্মী রয়েছেন।

এর আগে গত সপ্তাহে কামাল আদওয়ান হাসপাতালে ভয়াবহ হামলা চালিয়ে এটি আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে দখলদার সেনারা। আগুন দেয়ার আগে তারা বিমান হামলা চালিয়ে অন্তত ৫০ জনকে হত্যা করে এবং পরে বাকিদের জোরপূর্বক সেখান থেকে বের করে দেয়।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img