মুহাম্মাদ গোলাম রব্বানী ইসলামাবাদী ||
৫ই আগস্টের দ্বিতীয় স্বাধীনতা লাভের পর সর্বত্র আওয়ায উঠে শাপলার শহীদদের তালিকা প্রকাশ করতে। মানবাধিকার সংস্থা অধিকার তাদের অনুসন্ধানে বেরিয়ে আসা ৬১ জনের তালিকা প্রকাশ করে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে হেফাজতে ইসলাম আজ পর্যন্ত কোন তালিকা সামনে আনতে পারেনি। বিষয়টি রহস্যজনক।
আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন হেফাজতের দায়িত্বশীলরা বলেছিলেন, প্রতিকূল পরিস্থিতির কারণে তালিকা প্রকাশ করা সম্ভব হচ্ছে না। ক্ষমতার পালাবদল হলে তালিকা প্রকাশ করা হবে। কিন্তু ক্ষমতার পালাবদল হয়েছে আজ ২৮ দিন হয়ে গেলো, আজও আমরা হেফাজতের পক্ষ থেকে ৫ই মে’র শহীদদের তালিকা পাইনি। এই যদি হয়, মামলা হবে কেমন করে? জাতি কি করে জানবে, কার কতো ছেলে হারিয়ে গেলো? ২০১৩ থেকে আজ ২০২৪—১১ বছর চলে গেছে, তালিকা এখনো প্রস্তুত হয়নি? দায়িত্বশীলরা কোথায়? তাঁরা কী করেছেন এতোদিন? হেফাজতের মূলকাজ কি এটা ছিলো না? তা না করে, আমরা কেউ প্রফেসর ইউনুসের সাথে ফটোসেশন করছি; কাকে কোথায় সংবর্ধনা দিতে হবে সেদিকে জান-প্রাণ দিয়ে বসে আছি; ফেবুতে নিজেকে তুলে ধরার কায়দাগুলো রপ্ত করছি, আরো কতো কি! এই করে কি দিন যাবে? হেফাজতের তরুণ সমর্থকেরা কোথায়? আপনারা বসে আছেন কেন? অনেক কিছুর জন্য দেখি মিছিল-মিটিং করেন, ৫ই মে’র শহীদ আর মজলূমদের তালিকা প্রকাশের জন্য মিছিল-মিটিং করতে পারেন না? কোথায় গেলো আপনাদের জোশ? কোথায় গেলো মর্যাদাবোধ? হেফাজতের দায়িত্বশীলদের ধরুন, জিজ্ঞাসা করুন: তালিকা কোথায়? যদি বিগত ১১ বছরে প্রস্তুত না করে থাকে তবে তাদের গদিছাড়া করুন। জবাবদিহীতে বাধ্য করুন। নিজেদের মামলার খরচের কথা বলে যারা অন্যায়ভাবে হেফাজতের টাকা বেগভর্তি করে বাড়ির পথ ধরেছিলেন, তাদের খুঁজে বের করুন। আজ ১১ বছরেও শাপলার শহীদদের তালিকা করতে না পারা কি শহীদ আর মজলূমদের সাথে বিশ্বাসঘাতকতা নয়? ওরা কি আমাদেরকে নেতাগিরি করার দায়িত্ব দিতে রক্ত দিয়েছিলো? কেন আমরা চুপ করে বসে আছি? কথা বলুন! অন্যথায়, কাল কিয়ামাতের মাঠে শোহাদায়ে কেরাম আমাদের সকলকে অপরাধীর কাতারে দাঁড় করাবে। আসুন, আল্লাহকে ভয় করি।