মঙ্গলবার, অক্টোবর ৮, ২০২৪

আমেরিকায় ৩৩ ফুট উচ্চতার ভয়াবহ লাভা উদগীরণ; সৃষ্টি হলো লাভার নদী

আমেরিকায় প্রায় ৩৩ ফুট উচ্চতার ভয়াবহ লাভার উদগীরণ দেখা দিয়েছে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) হাওয়ায় স্টেটের কিলাউয়া আগ্নেয়গিরি থেকে এই উদগীরণ শুরু হয়।

দেশটির আগ্নেয়গিরি বিষয়ক কর্তৃপক্ষ ‘ইউএসজিএস ভলকানোর’ পক্ষ থেকে বলা হয়, কিলাউয়া আগ্নেয়গিরি থেকে ১০ মিটার (প্রায় ৩৩ ফুট) উচ্চতায় ব্যাপক পরিমাণে লাভার উদগীরণ শুরু হয়েছে। এর ফলে রীতিমতো লাভার নদী ও ঝর্ণা তৈরি হয়েছে। আগ্নেয়গিরির পার্শ্ববর্তী পুরো বনাঞ্চলে এঁকেবেঁকে এই লাভা বয়তে শুরু করেছে।

তাদের প্রকাশিত ভিডিওতে দেখানো হয়, কিলাউয়া আগ্নেয়গিরি থেকে ব্যাপকভাবে টগবগিয়ে ভয়াবহ লাভার উদগীরণ ঘটছে। এর আশপাশের বনাঞ্চল পুড়ে ছাইয়ে পরিণত হয়েছে। ছাইয়ে পরিণত হওয়া কুচকুচে কালো বনাঞ্চলে লাভার আগুনে নদীর সৃষ্টি হয়েছে। এঁকেবেঁকে বয়ে যাচ্ছে সেই লাভার নদী!

সূত্র: আল জাজিরা

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img