রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

খেলাফত যুব মজলিস চট্টগ্রাম মহানগরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ খেলাফত যুব মজলিস চট্টগ্রাম মহানগরীর উদ্যােগে খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় মহাসচিব শায়খুল হাদীস মাওলানা মামুনুল হক চট্টগ্রামে আগমন ও দেশের চলমান পরিস্থিতিতে যুবসমাজের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (২০ সেপ্টেম্বর) বাদ জুমা চট্টগ্রাম জমিয়তুল ফালাহ কমপ্লেক্স কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

চট্রগ্রাম মহানগর সভাপতি মাওলানা রিদওয়ানুল ওয়াহেদ এর সভাপতিত্বে সহসভাপতি ইঞ্জিনিয়ার আরিফ মাহমুদ ও সাংগঠনিক সম্পাদক মাওলানা সাখাওয়াত হোসাইনের যৌথ সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগরীর সভাপতি মাওলানা এমদাদুল্লাহ সোহাইল।

সভায় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাাখেন ঢাকা মহানগরীর দায়িত্বশীল মোহাম্মদ নঈম উদ্দিন, খেলাফত যুব মজলিস চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি ইঞ্জিনিয়ার আমিরুল ওয়াহেদ, মিরসরাই শাখার সাবেক সভাপতি মুহাম্মদ সাইফুল ইসলাম, মাওলানা আব্দুল করিম, মাওলানা ফখরুল ইসলাম, মাওলানা আয়াজ মাহমুদ, হাফেজ নুরুল আফসার, মাওলানা জিয়াউল করিম, মাওলানা আনাস বিন আব্বাস, রাঙ্গুনিয়া শাখার দায়িত্বশীল মাওলানা এরশাদুল আলম মাসুদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দায়িত্বশীল মাওলানা জিয়াউর রহমান ফারুকী, মোহাম্মদ এজাজুল ওয়াহেদ, মাওলানা আবু সালেহ ও মোহাম্মদ আনিসুর রহমান প্রমুখ।

মতবিনিময় সভায় বক্তারা ইসলামি সমাজ ও রাষ্ট্র বিনির্মানে সম্ভাবনা ও সংকট নিয়ে কথা বলেন এবং খেলাফতের সোনালী আদর্শের দাওয়াতকে বৃহত্তর চট্টগ্রামের আনাচে-কানাচে পৌঁছে দেয়ার সংকল্পবদ্ধ হন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img