বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫

গভীর খাদে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গাড়ি; ৩ বিএসএফ সদস্য নিহত, আহত ৬

কাশ্মিরের এক স্থান থেকে আরেক স্থানে যাওয়ার পথে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) একটি বাস গিরিখাদে পড়ে যায়। এতে বিএসএফের তিন সদস্য নিহত ও আহত হয়েছেন ছয়জন। আহতদের অবস্থাও গুরুতর বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন থেকে জানা যায়, সাতটি বাসে করে বিএসএফের সদস্যরা কাশ্মিরের সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য যাচ্ছিলেন। যে বাসটি গিরিখাদে পড়েছে সেটির মধ্যে ৩৫ জন সদস্য ছিলেন।

আরও জানা যায়, বাসটি রাস্তা থেকে ছিটকে গিয়ে পাশের ৪০ ফুট গভীর খাদে পড়ে। ওই সময় বেশ কয়েকজন গুরুতর আহত হন। তাদের মধ্যে তিনজন প্রাণ হারান। ছয়জন আহত হোন। আহত সবাইকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img