রবিবার, জানুয়ারি ৫, ২০২৫

ভারতে জোরে গান বাজাতে নিষেধ করায় পিটিয়ে হত্যা

ভারতের রাজধানী নয়াদিল্লির পশ্চিমের রোহিনী এলাকায় জোরে গান বাজানোর প্রতিবাদ করায় ধর্মেন্দ্র (৪০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে প্রতিবেশিরা।

শুক্রবার (৩ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

প্রতিবেদনে বলা হয়, ইংরেজি বর্ষবরণে জোরে গান বাজানোয় ধর্মেন্দ্র প্রথমে প্রতিবেশীদের অনুরোধ করে। কিন্তু তার অনুরোধে নববর্ষ উদযাপনকারীদের মন গলেনি। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে দুই যুবক ধর্মেন্দ্রকে লাঠি দিয়ে এলোপাতাড়ি পেটাতে থাকে। এরপর রাত ১টার দিকে পুলিশ এসে ধর্মেন্দ্রকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

পুলিশ জানায়, ধর্মেন্দ্র উচ্চস্বরে গান বাজানোর প্রতিবাদ করলে প্রতিবেশীদের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এরপর তাকে দুই যুবক পেটাতে শুরু করলে একপর্যায়ে মারা যায় ধর্মেন্দ্র।

পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের সনাক্ত করেছে। তারা হলেন পীযুষ তিওয়ারি (২১) এবং তার ভাই কপিল (২৬)। এই ব্যাপারে একটি হত্যা মামলা দায়ের হয়েছে। পুলিশ অভিযুক্ত দুই ভাইকে গ্রেপ্তার করেছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img