মঙ্গলবার, জানুয়ারি ৭, ২০২৫

সিরিয়াতে মার্কিন সামরিক ঘাঁটি থাকার বিষয়ে যা বলছে আমেরিকা

সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর আইন আল আরবে সামরিক ঘাঁটি তৈরির পরিকল্পনা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের প্রকাশিত রিপোর্টে এমন তথ্য পাওয়া গেছে। তবে এসব প্রতিবেদন অস্বীকার করেছে ওয়াশিংটন।

শনিবার (৪ ডিসেম্বর) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ডেপুটি মুখপাত্র সাবরিনা সিং বলেন, কোবানিতে (আইন আল আরব) কোন ধরনের সামরিক ঘাঁটি তৈরির পরিকল্পনা নেই মার্কিন যুক্তরাষ্ট্রের।

প্রসঙ্গত, আইন আল আরব অঞ্চলটি তুরস্কের সীমান্তের খুবই নিকটে। এই অঞ্চলটির নিয়ন্ত্রণ বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠী পিকেকে’র নিয়ন্ত্রণে রয়েছে। তারা কুর্দি সন্ত্রাসী গোষ্ঠী হিসেবেও পরিচিত।

উল্লেখ্য, সন্ত্রাসী গোষ্ঠী দায়েসকে দমনের উদ্দেশ্যে গত দশকে সিরিয়াতে প্রবেশ করে মার্কিন বাহিনী। এসময় সেখানে বেশ কয়েকটি সামরিক ঘাঁটি নির্মাণ করে দেশটি। ২০১৯ সালে তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়া থেকে সৈন্য প্রত্যাহারের নির্দেশ দিলেও পরে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে দেশটি। মার্কিন যুক্তরাষ্ট্রের দাবি, তারা সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য সিরিয়াতে সামরিক বাহিনী মোতায়েন করেছে। তবে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, সন্ত্রাস দমন নয়, বরং সিরিয়ার তেল সম্পদের উপর নিয়ন্ত্রণের উদ্দেশ্যেই দেশটিতে মার্কিন সেনাবাহিনীর উপস্থিতি রয়েছে।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img