মঙ্গলবার, জানুয়ারি ৭, ২০২৫

সিরিয়া সফরে বিপ্লবী নেতা জুলানীর সঙ্গে বৈঠক করলেন জার্মান ও ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী

সিরিয়ায় বাশার আল আসাদ সরকারের পতনের পর প্রথমবারের মতো দেশটিতে সফর করেছেন জার্মান ও ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী। সিরিয়ার নতুন সরকারের দায়িত্ব গ্রহণের পর এটি ইউরোপীয় ইউনিয়নের সর্বোচ্চ প্রতিনিধি দলের দামেস্ক সফর।

এই সফরে সিরিয়ার নেতা আবু মুহাম্মাদ আল জুলানীর সঙ্গে বৈঠক করেছেন উভয় পররাষ্ট্রমন্ত্রী। বৈঠকে, সিরিয়ার নতুন সরকারের সাথে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন তারা।

এসময় ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জিন-নোয়েল- ব্যারট বলেন, সকল সম্প্রদায়কে অন্তর্ভুক্ত করে একটি গণতান্ত্রিক উত্তরণের মধ্যে দিয়ে সিরিয়াকে পুনর্গঠনের সোনালী সময় এটি। ধর্ম, লিঙ্গ, নারী-পুরুষ নির্বিশেষে সকলকে সিরিয়ার নাগরিক হিসেবে বিবেচনা করা উচিত।

এদিকে, সিরিয়ার ভবিষ্যৎ নিয়ে আশা প্রকাশ করেছেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক। বৈঠকের পর এক্স বার্তায় তিনি লিখেছেন, সিরিয়ায় একটি নতুন যুগের সূচনা হতে যাচ্ছে। তবে আমরা কেবল তখনই এটি সত্যি বলতে পারব, যখন ধর্মীয় সম্প্রদায় ও উপজাতিসহ সকল সিরিয়ানদের জন্য রাজনৈতিক প্রক্রিয়ায় অংশগ্রহণের সমান সুযোগ নিশ্চিত করা হবে।

বৈঠকের পর ‘মানব কসাইখানা’ নামে পরিচিত সিরিয়ার সেদনায়া কারাগার পরিদর্শন করেন জার্মানি ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী।

সূত্র: সিএনএন

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img