গাজ্জায় শুজাইয়া এলাকায় বিমান হামলা চালিয়ে একই পরিবারের সাত শিশুসহ ১১ জনকে হত্যা করেছে ইহুদিবাদী সন্ত্রসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।
শনিবার (৪ জানুয়ারি) ভোরে এ হত্যাকাণ্ড চালায় ইসরাইলি বাহিনী।
জানা গেছে, গাজ্জার শুজাইয়া এলাকার আল-গোউলা নামে একটি পরিবারের বাড়িতে বিমান হামলা চালায় ইসরাইলি বাহিনী। এতে সে পরিবারের সাত শিশুসহ ১১ জন শহীদ হয়েছে। ধ্বংসস্তুপের নিচে আরও মরদেহ আছে কিনা তা জানার জন্য আশপাশের প্রতিবেশিরা ধ্বংসাবশেষ সরানোর চেষ্টা করছে।
বিভিন্ন গণমাধ্যমের ভিডিও ফুটেজে দেখা গেছে, এলাকার বাসিন্দারা আল-গোউলা পরিবারের বাড়িটির ধ্বংসস্তুপের মধ্যে উদ্ধারকাজ চালাচ্ছেন। মাটির উপরে শিশুদের মরদেহ সাদা কাপড় দিয়ে ঢেকে রেখেছেন।
গাজ্জার বেসামরিক প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র মাহমুদ বাসাল জানিয়েছেন, বিমান হামলায় বাড়িটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ধ্বংসস্তুপের নিচে এখনো অনেকে আটকা পড়ে আছেন।
আল-গোউলা পরিবারের প্রতিবেশি আহমেদ মুসা জানান, বড় ধরনের বিস্ফোরণের শব্দে আমাদের ঘুম ভেঙ্গে যায়। সবকিছুই কেঁপে উঠেছিল। ধ্বংস হওয়া বাড়িটিতে নারী ও শিশুরা ছিল।
সূত্র: ওয়াফা