বিএনপি নেতারা ঘরে বসে পুলিশের গতিবিধি খেয়াল রাখে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বিএনপির মধ্যবর্তী নির্বাচনের দাবি, মধ্যবর্তী এক তামাশা মন্তব্য করে তিনি বলেন, বিএনপি আওয়ামী লীগের মতো কোনো আন্দোলন করতে পারেনি। একটা খণ্ড মিছিলও করার সাহস দেখাতে পারে না।
রোববার (৩ জানুয়ারি) সকালে সচিবালয়ে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন।
নতুন বছরে নির্বাচনী ইশতেহার পূরণ করা ও বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা সরকারের এখন বড় চ্যালেঞ্জ জানিয়ে সেতুমন্ত্রী বলেন, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় বর্তমান সরকারের স্থায়িত্ব দরকার।
করোনার এই সংকটেও দেশের অর্থনীতির প্রবৃদ্ধি আশানুরূপ অবস্থায় রয়েছে এবং দেশ সফলভাবে এগিয়ে চলছে বলেও জানান ওবায়দুল কাদের।