লেবাননের উত্তরপূর্বাঞ্চলীয় শহর বালবেক এবং তার সংলগ্ন গ্রামগুলোতে বিমান হামলা চালিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি বাহিনী। এ হামলায় ৫২ জন নিহত ও আহত হয়েছেন আরও ৭২ জন।
শুক্রবার (১ নভেম্বর) সন্ধ্যায় দেশটির স্বাস্থ্য মন্ত্রাণালয় এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জানায়, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত উত্তরপূর্বাঞ্চলীয় অঞ্চল এবং বৈরুতে বিমান অভিযান চালিয়েছে ইসরাইল।
লেবাননের রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা এনএনএ এক প্রতিবেদনে জানায়, বৃহস্পতিবার-শুক্রবারের হামলায় নিহতদের সবাই উত্তরপূর্বাঞ্চলীয় শহর বালবেক ও মাকনেহ শহর এবং এ দু’শহরের সংলগ্ন গ্রাম বুদায়, দৌরিস, আমহাজ, তারায়াহ ও কামাতিয়েহর বাসিন্দা।
সূত্র : আনাদোলু এজেন্সি