ভারতের ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইট পাকিস্তানের করাচি বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। মাঝআকাশে বিমানের এক যাত্রী হৃদরোগে আক্রান্ত হলে জরুরি অবতরণ করতে বাধ্য হন বিমানের পাইলট। পাকিস্তানের করাচি বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে ভারতের ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইট। মাঝআকাশে বিমানের এক যাত্রী হৃদরোগে আক্রান্ত হলে জরুরি অবতরণ করতে বাধ্য হন বিমানের পাইলট।
মঙ্গলবার (২মার্চ ) সকালে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে ফেরার পথে বিমানটি করাচিতে জরুরি অবতরণ করে।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, আমিরাতের শারজাহ থেকে ফেরার পথে মাঝআকাশে বিমানের এক যাত্রী হৃদরোগে আক্রান্ত হলে জরুরি ভিত্তিতে অবতরণের জন্য ওই বিমানের পাইলট এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেন। পরে ভোর সাড়ে ৫টার দিকে বিমানটি করাচির
জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমান সংস্থার এক কর্মকর্তার দেয়া তথ্য অনুযায়ী, বিমানটি করাচিতে পৌঁছানোর পর বিমানবন্দরের একটি মেডিকেল টিম ওই যাত্রীকে মৃত বলে ঘোষণা করেছে। লক্ষ্ণৌগামী ইন্ডিগোর ওই ফ্লাইটটিতেই হাবিবুর রহমান (৬৭) নামে যাত্রীটি মৃত্যুবরণ করেন। মৃত ওই যাত্রীর পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছে ইন্ডিগো।