শনিবার, জুলাই ২৭, ২০২৪

ভারতে করোনার সংক্রমণে একদিনেই ৪৫৯ জনের মৃত্যু

ভারতে করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ ক্রমশ মারাত্মক হতে দেখা যাচ্ছে।

বৃহস্পতিবার (১ এপ্রিল) সকাল ৮ টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৪৫৯ জন করোনা রোগী প্রাণ হারিয়েছেন। যা গত কয়েক মাসের মধ্যে সর্বোচ্চ।

এদিকে বৃহস্পতিবার দেশটিতে নতুন করে সংক্রমিত হয়েছে ৭২,৩৩০ জন। চলতি বছরে একদিনে এটিই সর্বোচ্চ সংক্রমণের সংখ্যা।

ভারতে এ পর্যন্ত করোনা আক্রান্ত মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ২২ লাখ ২১ হাজার ৬৬৫।

করোনায় এ পর্যন্ত ১ লাখ ৬২ হাজার ৯২৭ জনের মৃত্যু হয়েছে। উদ্বেগের বিষয় হলো করোনার দ্বিতীয় দফার ঢেউয়ের মধ্যে সুস্থতার হার কমে যাচ্ছে। গত ২৪ ঘন্টায় ৪০ হাজার ৩৮২ জন সংক্রমণ মুক্ত হয়েছে যার ফলে এ পর্যন্ত সুস্থ হওয়া রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১ কোটি, ১৪ লাখ, ৭৪ হাজার ৬৮৩।

এবং সুস্থতার হার কমে ৯৩.৮৯ শতাংশে দাঁড়িয়েছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img