গাজ্জায় জাতিসংঘ পরিচালিত একটি স্কুলে বোমা হামলা চালিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। এতে অন্তত ২৮ ফিলিস্তিনি শহীদ হয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) উত্তর গাজ্জার জাবালিয়ায় এ হামলা চালায় ইসরাইল।
গত ৫ অক্টোবর থেকে সেখানে খাদ্য, চিকিৎসা ও মানবিক সহায়তার পথ বন্ধ করে রেখেছে ইসরাইল।
এদিকে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস-এর প্রধান ইয়াহইয়া সিনওয়ার ইসরাইলের হামলায় শহীদ হয়েছেন বলে দাবি করেছে দেশটির সামরিক বাহিনী।
তাদের দাবি, হামাস প্রধান গত বছরের ৭ অক্টোবর গাজ্জায় নিহত হয়েছেন।
তবে হামাসের পক্ষ থেকে এ বিষয়ে এখন পর্যন্ত কিছু জানানো হয়নি।
সূত্র: আল-জাজিরা