শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

আফগানিস্তানে কৌশলগত ভালো অবস্থানে আছে তালেবান: মার্কিন জেনারেলের স্বীকারোক্তি

আফগানিস্তানে তালেবান কৌশলগত ভালো অবস্থানে রয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন সেনাবাহিনীর জয়েন্ট চিফ অফ স্টাফ চেয়ারম্যান জেনারেল মার্ক মাইলি।

যুদ্ধ-বিধ্বস্ত আফগানিস্তানে তালেবানের ক্রমাগত অগ্রযাত্রা অব্যাহত থাকার প্রেক্ষিতে তিনি এ মন্তব্য করেন। খবর পার্সটুডে’র।

মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনে গতকাল (বুধবার) এক সংবাদ সম্মেলনে মার্ক মাইলি বলেন, আফগানিস্তানের ৪০০টি জেলার মধ্যে প্রায় অর্ধেক জেলার দখল নিয়েছে তালেবান।

জেনারেল মাইলি বলেন, তালেবান আফগানিস্তানের অর্ধেকের বেশি প্রাদেশিক রাজধানীর উপকণ্ঠে হামলা জোরদার করার পরিপ্রেক্ষিতে আফগান নিরাপত্তা বাহিনী রাজধানী কাবুলসহ গুরুত্বপূর্ণ শহরগুলোর নিয়ন্ত্রণ ধরে রাখতে ব্যস্ত।

সংবাদ সম্মেলনে মাইলি আরও বলেন, কৌশলগতভাবে তালেবান ক্রমশ অগ্রসর হচ্ছে। তালেবানের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই বলেও জানান জেনারেল মাইলি।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img