শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

তেলবাহী ট্রেন দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ৫ সদস্যের তদন্ত কমিটি

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও রেলওয়ে স্টেশনের অদূরে তেলবাহী ট্রেন দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

রোববার (০৮ নভেম্বর) সকালে রেলওয়ের সহকারী বাণিজ্যিক কর্মকর্তা মুহাম্মাদ হামিদুল ইসলাম খাঁন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুর্ঘটনার কারণ কী হতে পারে সেগুলো খুঁজে বের করবে কমিটি। আগামী সাত কর্মদিবসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা মঈনুল হোসেনকে কমিটির প্রধান করা হয়েছে। আরও আছেন বিভাগীয় প্রকৌশলী (ঢাকা) সুলতান আলী, বিভাগীয় সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী (ঢাকা) আবু হেনা, বিভাগীয় প্রকৌশলী (যান্ত্রিক) রেজাউল করিম ও বিভাগীয় যন্ত্র প্রকৌশলী (ওয়াগন) রেজাউল করিম।

বাংলাদেশ রেলওয়ে সিলেট ডিভিশনের সিনিয়র এক কর্মকর্তা বলেন, উদ্ধার কাজ শেষ হয়েছে। সিলেট থেকে একটি ছেড়েছে, এখনো শ্রীমঙ্গল পৌঁছেনি। এখন ট্রেন চলাচল স্বাভাবিক বলা যায়। দুর্ঘটনায় হতাহত না হলেও একটি ছোট সেতু ও প্রায় দুই শ ফুট রেললাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল বিকালে কালনী ও রাতে উপবন সিলেট এসে পৌঁছার কথা থাকলেও এই ট্রেনগুলোর যাত্রা বাতিল করা হয়েছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img