শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

টিকা গ্রহণে আপত্তি থাকায় চাকরি হারালেন ভারতীয় সেনা

ভারত সরকার সশস্ত্র বাহিনীর সকল সদস্যের জন্য টিকাগ্রহণ বাধ্যতামূলক করলেও কেউ কেউ আপত্তি জানিয়েছেন। কিন্তু কেন তারা টিকা নিতে ইচ্ছুক নন, তা জানতে শোকজ নোটিশও দেওয়া হয়। পরে সন্তোষজনক জবাব না পাওয়ায় চাকরিচ্যুত হয়েছেন ভারতীয় বিমান বাহিনীর এক সদস্য।

জানা যায়, বরখাস্ত হওয়া ওই বিমান সেনা রাজস্থানের। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি ভারতের সংশ্লিষ্ট বিভাগ।

টিকা না নেওয়ার সিদ্ধান্ত নিজের মৌলিক অধিকার দাবি করে ভারতীয় বিমান বাহিনীর এক কর্পোরাল গুজরাট হাইকোর্টে পিটিশন দাখিল করেছিলেন। এর জবাবে ভারতের কেন্দ্রীয় সরকার আদালতকে জানিয়েছে, করোনা টিকা না নেয়ায় ইতোমধ্যে বাহিনীর এক সদস্যকে বরখাস্ত করা হয়েছে।

এদিকে, শুধু ভারত নয় অনেক দেশই সেনাদের জন্য টিকা বাধ্যতামূলক করেছে। চলতি সপ্তাহে জানানো হয়েছে, সেনাবাহিনীর সকল সদস্যের জন্য মধ্য সেপ্টেম্বর থেকে টিকা নেওয়া বাধ্যতামূলক করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। করোনার অতি সংক্রামক ভারতীয় ডেল্টা ধরনের কারণে সংক্রমণ ঊর্ধ্বমুখী হওয়ায় পেন্টাগন গত সোমবার এ সিদ্ধান্তের কথা জানায়।

সূত্র: টাইমস অব ইন্ডিয়ার।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img