শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

মুসলমানদের জন্য হিজরি সন কেন গুরুত্বপূর্ণ?

আজ (৩১ জুলাই) হিজরি নববর্ষ বা ইসলামি ক্যালেন্ডার ১৪৪৪ এর প্রথম দিন।

হিজরি ক্যালেন্ডার আরবি শব্দ ‘হিজরাহ’ শব্দ থেকে এসেছে। প্রায় ১৪০০ বছর আগে মহানবী হযরত মুহাম্মাদ ﷺ মক্কা থেকে হিজরত তথা দেশত্যাগ করে মদিনা গমন করেন। এই হিজরতকে উপলক্ষ করেই হিজরি সনের আরম্ভ হয়।

হিজরি সনের ১২ মাসই চাঁদ দেখার উপর নির্ভরশীল। এর প্রথম মাস মুহাররম এবং শেষ মাস জিলহজ্ব। হিজরি সনের অন্যতম গুরুত্বপূর্ণ ২ টি মাস হলো রমজান ও জিলহজ্ব। রমজান মাস শুরু হলে মুসলমানগণ সিয়াম পালন শুরু করেন আর শেষ হলে ঈদুল ফিতর উদযাপন করেন। এবং জিলহজ্ব মাসে মুসলমানগণ পবিত্র হজ্ব পালন ও ঈদুল আজহা উদযাপন করেন।

হিজরি সন রাসূলুল্লাহ ﷺ এর হিজরতকে উপলক্ষ করে চালু হলেও ইসলামের প্রথম যুগে এর প্রচলন ছিল না। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর ইবনে খাত্তাব রাযি. হিজরি সনের প্রচলন শুরু করেন। খলিফা উমর রাযি. এর যুগে হিজরি ১৭ম বর্ষে রাষ্ট্রীয় হিসাবনিকাশে দিনতারিখ লিপিবদ্ধ করার প্রয়োজনীয়তা দেখা দেয়। তখন একটি স্বতন্ত্র ইসলামি ক্যালেন্ডার প্রনয়নের জন্য খলিফা উমর রাযি. পরামর্শ সভার আয়োজন করলে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাযি. হযরত মুহাম্মাদ ﷺ এর মৃত্যুবরণের বছর, তালহা ইবনে উবাইদিল্লাহ রাযি. নবুয়তের বছর এবং আলী ইবনে আবী তালিব রাযি. হিজরতের বছর থেকে বর্ষ গণনার প্রস্তাব দেন। খলিফা উমর রাযি. হিজরতের বছর থেকে বর্ষ গণনার পক্ষে সিদ্ধান্ত নেন এবং ইসলামি সাম্রাজ্যে হিজরি সনের অনুস্মরণ বাধ্যতামূলক করেন।

হিজরি সন মুসলমানদের অনেক গুরুত্বপূর্ণ। পবিত্র কুরআন শরীফে আল্লাহ তা‘আলা ইরশাদ করেন, “নিশ্চয়ই আসমান এবং জমিন সৃষ্টির দিন থেকে আল্লাহর বিধানে মাস গণনায় বারটি। এর মধ্যে বিশেষ রূপে চারটি মাস হচ্ছে সম্মানিত। এটাই হচ্ছে সুপ্রতিষ্ঠিত ধর্ম”। সূরা তাওবা, আয়াত: ৩৬।

এর দ্বারা আরবি মাসের গুরুত্ব উপলব্ধি করা যায়। এছাড়াও ইসলামের অনেক ফরজ বিধান আরবি মাস ও দিনতারিখের উপর নির্ভরশীল। এজন্য অনেক ফিকাহবিদ মুসলমানদের জন্য আরবি মাসের হিসাব রাখাকে ফরজে কিফায়া মনে করেন৷ আরবি মাসের হিসাব রাখা একটি সুস্পষ্ট সুন্নত। কারণ রাসূলুল্লাহ ﷺ এবং সাহাবায়ে কেরাম আরবি মাসকে অনেক গুরুত্ব দিতেন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img