শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

ত্রিপুরার ক্ষতিগ্রস্ত মসজিদগুলো পুনর্নির্মিত করা হবে: জমিয়তে উলামায়ে হিন্দ

ভারতের উত্তর-পূর্বাঞ্চলের ত্রিপুরা রাজ্যে হিন্দুত্ববাদী সন্ত্রাসীদের হামলায় ক্ষতিগ্রস্ত মসজিদগুলো পুনর্নির্মিত করা হবে বলে জানিয়েছে জমিয়তে উলামায়ে হিন্দ। এছাড়া মুসলমানদের ধ্বংস হয়ে যাওয়া ঘরগুলোও পুনরায় নির্মাণ করা হবে

শনিবার (৩০ অক্টোবর) এক বিবৃতিতে এ কথা জানায় জমিয়তে উলামায়ে হিন্দ। ত্রিপুরায় ক্ষতিগ্রস্ত মুসলিম এলাকাগুলোতে সম্প্রতি সফরে গিয়েছিলেন জমিয়তে উলামায়ে হিন্দের সাধারণ সম্পাদক মাওলানা হাকিম উদ্দীন কাসেমী।

বিবৃতিতে সংগঠনটি জানায়, ত্রিপুরা অঞ্চলে সংঘটিত সাম্প্রদায়িক দাঙ্গায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলো সফর করার জন্য পুলিশের কাছে অনুমতি চাওয়া হচ্ছে। ওই রাজ্যে দাঙ্গায় মুসলমানদের ধ্বংস হয়ে যাওয়া মসজিদ ও বাড়িগুলোকে পুনরায় নির্মাণ করা হবে।

সংগঠনটি আরও জানায়, ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে ৩০ কি.মি. দূরে অবস্থিত সিপাহিজলা এলাকায় হিন্দু দাঙ্গাকারীরা ওই অঞ্চলের মুসলমানদের মসজিদগুলোতে হামলা চালিয়েছে। এছাড়া গত কয়েক দিন ধরে মসজিদে ইবাদত করতেও বাধা দিচ্ছে কয়েকটি হিন্দু সংগঠন।

নাগরিক অধিকার নিয়ে কাজ করা ‘দ্যা অ্যাসোসিয়েশন ফর প্রটেকশন অফ সিভিল রাইটস’ সংস্থা জানায়, তারা এ বিষয়ে নিশ্চিত হয়েছে যে, ত্রিপুরা রাজ্যে ২৭টির মতো উগ্রবাদী হামলা হয়েছে চরমপন্থী হিন্দুদের মাধ্যমে। ত্রিপুরা রাজ্যের বিভিন্ন মসজিদ, ঘর-বাড়ি ও সাধারণ মুসলিমদের ওপর এসব হামলা হয়েছে। বিশ্ব হিন্দু পরিষদের মতো চরমপন্থী বিভিন্ন হিন্দু সংগঠন এসব হামলা চালিয়েছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img