শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

আমেরিকার কারাগারে আটক ড. আফিয়া সিদ্দিকির মুক্তির দাবিতে নিউইয়র্কে বিক্ষোভ

আমেরিকার কারাগারে দীর্ঘদিন বন্দি থাকা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিখ্যাত মুসলিম স্নায়ুবিজ্ঞানী ড. আফিয়া সিদ্দিকির মুক্তির দাবিতে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় সময় বুধবার (১৯ অক্টোবর) নিউইয়র্কে পাকিস্তানি কনস্যুলেট অফিসের সামনে কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনসহ (সিএআইআর) মোট ২০টির বেশি মানবাধিকার ও ধর্মীয় সংগঠনের উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠিত হয়।

বিক্ষোভকারীরা পাকিস্তান সরকারের প্রতি আফিয়া সিদ্দিকির মুক্তি এবং তাকে দেশে ফিরিয়ে নেওয়ার উদ্যোগ নিতে আহ্বান জানান।

উল্লেখ্য, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিখ্যাত এ মুসলিম স্নায়ুবিজ্ঞানী পাকিস্তানের করাচীর সম্ভ্রান্ত ও উচ্চ শিক্ষিত পরিবারে ১৯৭২ সালের ২ মার্চ জন্ম গ্রহণ করেন। ১৯৯৫ সালে আমেরিকার ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অব টেকনোলজি (এমআইটি) থেকে গ্র্যাজুয়েশন করেন ড. আফিয়া সিদ্দিকি। পরে ২০০১ সালে ব্রন্ডেইস হার্ভার্ড বিশ্ববিদ্যালয় তাকে “নিউরোলজি” বিষয়ে ডক্টরেট ডিগ্রী প্রদান করে। এছাড়াও সম্মান সূচক ও অন্যান্য ডিগ্রীর ১৪০ টিরও বেশি সার্টিফিকেট তিনি অর্জন করেন। তিনি “হাফেজে কুরআন” ও “আলিমা”। শিক্ষা লাভের পর তিনি ২০০২ সাল পর্যন্ত আমেরিকায় বসবাস করেন। এরপর ২০০৩ সালে পাকিস্তানে ফিরে আসেন।

আল কায়েদার সাথে যোগাযোগ থাকার অভিযোগে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই ২০০৩ সালে পাকিস্তানি কর্তৃপক্ষের সহযোগিতায় করাচির রাস্তা থেকে তিন সন্তানসহ তাকে গ্রেফতার করে। পরে প্রচলিত আইনের আওতায় না এনে পাকিস্তানের কারাগারে গ্রেফতার না রেখেই তাকে আফগানিস্তানের সামরিক ঘাঁটিতে ৫ বছর বন্দি করে রাখা হয়। তৎকালীন পাকিস্তান সরকারের এতে হাত রয়েছে বলে অভিযোগ রয়েছে।

আফগানিস্তানে বন্দি রাখা কালে তার ওপর অমানবিক নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ করা হয়। তাকে মানসিক, যৌন ও শারীরিকভাবে নির্যাতন করা হত এবং তাকে দিনের মধ্য কয়েকবার করে ধর্ষন করা হয়েছে। বাগরাম কারাগার থেকে মুক্তি প্রাপ্ত বন্দিরা অভিযোগ করেছে “নির্যাতনের সময়ে ড.আফিয়ার আত্ন-চিৎকার অন্য বন্দির পক্ষে সহ্য করাও কঠিন ছিলো।” ওই নারীর ওপর নির্যাতন বন্ধ করার জন্য অন্য বন্দীরা অনশন পর্যন্ত করেছিলো।

তার ওপর অমানবিক নির্যাতনের বিষয়টি আলোচিত হয় কারাগার থেকে তার বহুল আলোচিত চিঠিটি লেখার পর। চিঠিটিতে আফিয়া দাবি করেন তার ওপর শারীরিক, পাশবিক নির্যাতনের পাশাপাশি একের পর এক ধর্ষন করা হয়। তার একটি কিডনিও বের করে ফেলা হয়েছিলো ফলে তিনি হাঁটতে পারতেন না। তিনি আরো দাবি করেন যে তাকে গুলি করা হয় এবং তার বুকে গুলি আঘাত ছিলো।

প্রখ্যাত এই মুসলিম বিজ্ঞানীকে মার্কিন গোয়েন্দা ও সামরিক কর্মকর্তাকে হত্যার চেষ্টার অভিযোগ এনে ৮৬ বছর কারাদন্ড দেয় আমেরিকার আদালত।

২০০৮ সালে তাকে স্থানান্তর করা হয় নিউইয়র্কের এক গোপন কারাগারে। বর্তমানে তিনি পুরুষদের সাথে ওই কারাগারে বন্দি রয়েছেন বলে জানা যায়। চলমান নির্যাতন সহ্য করতে না পেরে তিনি মানসিক ভারসাম্য হরিয়ে ফেলেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান দাবি করে বলেন “তার দু সন্তান ইতোমধ্যেই মার্কিন নিয়ন্ত্রিত আফগান কারাগারে মারা গেছে।”

তিনি বলেন, “পাকিস্তানের কর্তৃপক্ষের মধ্যে যারা ড. আফিয়া সিদ্দিকাকে যুক্তরাষ্ট্র সরকারের হাতে তুলে দিয়েছে তাদেরকে অবশ্যই বিচারের সম্মুখীন করতে হবে।”

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img