শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

শায়েখ মাহমুদ আফেন্দীর ইন্তেকালে চরমোনাই পীরের শোক

তুরস্কের খ্যাতনামা আলেম ও বুজুর্গ, আধ্যাত্মিক নেতা শায়েখ মাহমুদ আফেন্দীর ইন্তেকালে শোক প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর ও চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

শোক প্রকাশ করে তিনি বলেন, শায়েখ আফেন্দী তুরস্কের নকশবন্দীয়া তরিকার অনেক বড় বুজুর্গ ছিলেন। কামাল আতাতুর্কের ইসলামবিরোধী বিভিন্ন পদক্ষেপের বিরুদ্ধে নকশবন্দীয়া তরিকার অনুসারীগণ প্রতিবাদ করেছিলেন, তাদের প্রতিবাদের আগুন সারা দেশে ছড়িয়ে পড়ে, তারা সরকারের বিভিন্ন কার্যালয় অবরোধ করেন, গুরুত্বপূর্ণ শহর অভিমুখে যাত্রা করেন।

বৃহস্পতিবার (২৩ জুন) গণমাধ্যমে প্রেরিত এক শোক বার্তায় তিনি এসব কথা বলেন।

চরমোনাই পীর বলেন, তিনি আলিম-ওলামাসহ সকল দলমত নির্বিশেষে সকল শ্রেণি ও পেশার মানুষেল কাছে অত্যন্ত সম্মানিত ও প্রিয়ভাজন ছিলেন। তাঁর ইন্তেকালে অপুরণীয় ক্ষতি হলো, যা সহজে পুরণ হবার নয়। তিনি দীনের বহুমুখি খেদমত আঞ্জাম দিয়ে গেছেন। মহান রব্বুল আলামিন দীনের এ মহান বুজুর্গের সকল নেকআমলকে কবুল করে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন, আমীন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img