শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

শিশুদের প্রতিভা বিকশিত করতে পারলে ‘জঙ্গিবাদ’ কমবে: হাছান মাহমুদ

শিশুদের প্রতিভা বিকশিত করতে পারলে ‘জঙ্গিবাদ’ কমবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, দেশে ‘জঙ্গিবাদ’ কমে যাবে যদি আমরা শিশুদের প্রতিভা বিকশিত করতে পারি। তাদেরকে উপযুক্ত শিক্ষা দিতে পারি।

শুক্রবার (২২ অক্টোবর) বেলা ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্বাধীনতা হলে নর্থ বেঙ্গল জার্নালিস্ট ফোরাম (এনবিজেএফ) এর আয়োজিত শিশু সংগঠক, ছড়াকার ও সাংবাদিক রফিকুল হক এর স্মরণ সভায় তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী ড. হাছান বলেন, দাদু ভাই তার কাজের প্রতি একনিষ্ঠ ও দায়িত্বশীল ছিলেন। তিনি শিশুদের নিয়ে কাজ করেছেন। তাই তিনি বেশি শ্রদ্ধার পাত্র।

তিনি বলেন, অনেকেই শিশু সংগঠক হিসেবে কাজ করছেন, জড়িত রয়েছেন। তাদের বিকাশের জন্য কাজ করছেন কিন্তু শিশুদের জন্য এখন কাগজে তেমন কিছু দেখা যায় না। তাই সাংবাদিক, মালিকসহ সবাইকে সংবাদপত্রে শিশুদের পাতাটি চালুর অনুরোধ জানাচ্ছি।

হাছান মাহমুদ বলেন, বাংলাদেশ টেলিভিশনে শিশুদের জন্য নতুন কুড়িসহ বিভিন্ন অনুষ্ঠান বন্ধ হয়ে গেছে। সেগুলো নতুন করে চালু করবো।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img