শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

আমরা ধর্মপ্রাণ হতে চাই, ধর্মান্ধ হতে চাই না: হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, আমরা ধর্মপ্রাণ হতে চাই, ধর্মান্ধ হতে চাই না।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে এক সমাবেশে তিনি এ কথা বলেন।

মাহবুব-উল আলম হানিফ বলেন, স্বাধীনতাযুদ্ধের সময়ে ধর্মকে ভুল ব্যাখ্যা দিয়ে আমাদের লাখ লাখ মানুষকে হত্যা করা হয়েছিল, নির্যাতন করা হয়েছিল মা-বোনদের ওপর। আজকে ধর্মের অপব্যাখ্যা করে অন্য সম্প্রদায়ের ধর্ম পালনে বাধা দেওয়া হয়েছে, যেটা কখনো বরদাস্ত করার মতো নয়।

গ্রাম বাংলার শত বছরের ঐতিহ্য জারিসারি-ভাটিয়ালি গানের বদলে এখন সমাজের মধ্যে ওয়াজ মাহফিলের নামে বিভ্রান্তিকর কথাবার্তা জায়গা করে নিয়েছে বলে দাবি করেছেন তিনি।

হানিফ বলেন, দীর্ঘকাল ধরে আমাদের সব সম্প্রদায়ের মধ্যে একটা সম্প্রীতির বন্ধন ছিল, সেটি হারিয়ে গেছে। হারিয়ে গেছে গ্রাম বাংলার শত বছরের ঐতিহ্য। আজকে গ্রামে যাত্রা নেই, নাটক নেই, পালাগান নেই, জারিসারি, ভাটিয়ালি, পুথিগান এগুলো উঠে গেছে। বন্ধ হয়ে গেছে সব। এখন সমাজের মধ্যে তার বদলে জায়গা করে নিয়েছে ওয়াজ মাহফিলের নামে বিভ্রান্তিকর কথাবার্তা।

তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে ‘পাকিস্তানের প্রেতাত্মা’ জিয়াউর রহমান ক্ষমতা দখল করে বাংলাদেশে সাম্প্রদায়িকতার বীজ বপন করেছিলেন। এই স্বাধীন বাংলাদেশে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ ছিল। জিয়াউর রহমান যুদ্ধাপরাধী জামায়াতে ইসলামকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img