শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

অন্যের বিরুদ্ধে আমাদের ভূমি ব্যবহার করতে দেব না: আফগান পররাষ্ট্রমন্ত্রী

আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমীর খান মুত্তাকি বলেছেন, অন্য কোনো দেশের বিরুদ্ধে হামলা চালানোর কাজে আমরা আফগানিস্তানের ভূমি ব্যবহার করতে দেব না।

বুধবার (২০ অক্টোবর) মস্কোয় রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন।

আফগান পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমীর খান মুত্তাকি বলেন, তালেবান তাদের প্রতিশ্রুতিতে অটল রয়েছে; আফগানিস্তানের চলমান পরিস্থিতির অপব্যবহার করে অন্য কোনো দেশকে হুমকিগ্রস্ত করতে দেবে না কাবুল।

বৈঠকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ আফগানিস্তানের ভূমি প্রতিবেশী দেশগুলোতে হামলা চালানোর কাজে যাতে ব্যবহৃত না হয় সে ব্যবস্থা নিতে তালেবানের প্রতি আহ্বান জানানোর পর মুত্তাকি এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেন, আফগানিস্তানের রাজনৈতিক ও সামরিক পরিস্থিতি, দেশটিতে ব্যাপকভিত্তিক সরকার গঠন এবং আফগানিস্তানে সম্ভাব্য মানবিক সংকট প্রতিহত করা নিয়ে মস্কো বৈঠকে আলোচনা হয়েছে।

বৈঠকে আফগানস্তান ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের পাশাপাশি দু’দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img