শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

কুয়াকাটায় অনির্দিষ্টকালের জন্য খাবার হোটেল বন্ধ ঘোষণা

পটুয়াখালীর পর্যটন কেন্দ্র কুয়াকাটায় অনির্দিষ্টকালের জন্য খাবার হোটেল, রেস্তোরাঁ বন্ধ রেখেছেন মালিকরা। তাদের অভিযোগ, ভ্রাম্যমাণ আদালতের নামে বার বার হয়রানি করায় এ সিদ্ধান্ত নিয়েছেন। তারা জানিয়েছেন, জেলা প্রশাসন কার্যকর পদক্ষেপ না নেওয়া পর্যন্ত তারা এই কর্মসূচি চালিয়ে যাবেন। এমন পরিস্থিতিতে দুর্ভোগ পোহাচ্ছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকরা।

বুধবার (১৭ আগস্ট) সকাল থেকে কুয়াকাটায় এমন অবস্থা চলছে।

কুয়াকাটা হোটেল ও রেস্তোরাঁ সমিতির সভাপতি মোহাম্মদ সেলিম মুন্সি বলেন, প্রতিদিন খাবার হোটেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে একই হোটেলে একাধিকবার জরিমানা করা হচ্ছে। মোবাইল কোর্টের নামে আমাদের হয়রানি করা হচ্ছে। তাই সকল হোটেল মালিক এক হয়ে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।

তিনি জানান, গত ১১ আগস্ট আল-মদিনা নামের একটি হোটেলে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। তখন ওই হোটেল মালিক তার সমস্যা সমাধানের জন্য ১৫ দিন সময় চেয়ে নেন। কিন্তু গতকাল (১৬ আগস্ট) আবার ওই হোটেলকেই ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। হোটেল মালিক জরিমানা না দিতে পারায় তাকে বেশ কিছুক্ষণ আটকে রাখা হয়।

তিনি বলেন, প্রশাসনের এই হয়রানির সামাল দিয়ে আমাদের হোটেল খোলা রাখা সম্ভব না। পরবর্তীতে সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী কাজ করবো।

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, আমাদের সমস্যা নিয়ে কথা বলতে গতকাল জেলা প্রশাসকের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। কিন্তু তিনি আমাদের সময় না দিয়ে ফেরত পাঠান।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img