শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

কুমিল্লায় ‘পূজা মণ্ডপে’ কুরআন অবমাননাকারীদের শাস্তির ব্যবস্থা করতে হবে: হেফাজত

কুমিল্লায় কুরআন অবমাননাকারী অপরাধীদের দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তির ব্যবস্থা করার দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

আজ বৃহস্পতিবার (১৪ অক্টোবর) রাজধানীর খিলগাঁওস্থ হেফাজত মহাসচিবের কার্যালয়ে অনুষ্ঠিত সংগঠনটির খাস কমিটির বৈঠক থেকে এ দাবি জানান হেফাজত নেতারা।

হেফাজত নেতৃবৃন্দ বলেন, কুমিল্লার ঘটনার প্রতি আমরা গভীরভাবে নজর রাখছি। এ দেশের ইসলামপ্রিয় তৌহিদী জনতা কোনভাবেই পবিত্র কুরআন অবমাননা সহ্য করবে না, করতে পারে না। আমরা ইতোমধ্যে জানতে পেরেছি সরকার কুমিল্লার নানুয়ার দিঘিতে অবস্থিত সেই পূজা মণ্ডপটি বন্ধ করে দিয়েছে এবং কুরআন অবমাননায় অভিযুক্ত কয়েকজন অপরাধীকে গ্রেফতার করেছে।

নেতৃবৃন্দ আরো বলেন, আমরা সরকারের উদ্দেশ্যে বলতে চাই, দ্রুত কুরআন অবমাননাকারীদের গ্রেফতার করায় ও সে পূজা মণ্ডপটি বন্ধ করে দেওয়ায় আপনাদের ধন্যবাদ জানাই। একই সাথে চাঁদপুরের ঘটনায় কারো উস্কানি ছিলো কিনা, কিভাবে ৩ জন মানুষ মারা গেলো এর সুষ্ঠ তদন্ত হতে হবে। এ ঘটনায় আইন-শৃঙ্খলা বাহিনীর কোনো ক্রুটি ছিলো কিনা, তাও খতিয়ে দেখতে হবে।

দেশের সকল ইসলাম প্রিয় তৌহিদি জনতা, হেফাজতের সর্বস্তরের নেতাকর্মী ও কওমী মাদরাসা সমূহের আলেম-উলামা এবং শিক্ষার্থীদের প্রতি আমাদের বিশেষ আহ্বান থাকবে, কারও উস্কানিতে কোনোরকম সিদ্ধান্ত নেবেন না। আগামীকাল শুক্রবার (১৫ অক্টোবর) আপাতত হেফাজতের কোনো কর্মসূচি নেই। আমরা পরিস্থিতির দিকে গভীর নজর রাখছি। প্রয়োজনে ঐক্যবদ্ধভাবে কঠোর কর্মসূচি দেওয়া হবে, ইনশা আল্লাহ।

হেফাজত নেতৃবৃন্দ বলেন, তৌহিদী জনতার আন্দোলনকে পুঁজি করে অতীতের মতো কেউ যেন স্বার্থ উদ্ধার করতে না পারে সে বিষয়েও সদা সর্তকতা অবলম্বন করতে হবে।

আল্লামা আতাউল্লাহ হাফেজ্জীর সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন হেফাজত মহাসচিব আল্লামা নুরুল ইসলাম, অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ি, মাওলানা আবদুল আওয়াল, মাওলানা মহিউদ্দিন রাব্বানী, মাওলানা আবদুল কাইয়ুম সুবহানী, মাওলানা জহুরুল ইসলাম।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img