শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

জেরুসালেমে মিছিলের অনুমতি পেল ইসরাইলের উগ্রপন্থিরা

উগ্র ইহুদিবাদী এবং অবৈধ বসতি স্থাপনের সমর্থকদের জেরুসালেমের ওল্ড সিটিতে মিছিলের অনুমতি দিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।

মঙ্গলবার (৮ ‍জুন) অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে আগামী সপ্তাহে মিছিল আয়োজনের অনুমতি দিতে মন্ত্রীরা রাজি হয়েছেন বলে জানানো হয় অবৈধ রাষ্ট্র ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে।

আলজাজিরার খবরে বলা হয়, উগ্র ইহুদিবাদী এবং অবৈধ বসতি স্থাপনের সমর্থকদের আগামী সপ্তাহে মিছিল করার অনুমতি দেওয়া হয়।

এর আগে বহু ইহুদিবাদী দল জেরুসালেমের ওল্ড সিটির দামেস্ক গেট এলাকায় ‘মার্চ অব দ্য ফ্ল্যাগস’ আয়োজনের পরিকল্পনা করেছিল। কিন্তু ইসরাইলী পুলিশ অনুমতি না দেওয়ায় তারা মিছিলের পরিকল্পনা বাতিল করে।

ধারণা করা হচ্ছে, নতুন জোট যদি নেসেটে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিতে সক্ষম হয়, তবে ইসরাইলে বেনিয়ামিন নেতানিয়াহু যুগের অবসান হতে যাচ্ছে আগামী সপ্তাহে। দায়িত্ব নেবে নতুন সরকার। এর মধ্যে মিছিলকে কেন্দ্র করে যদি ফের কোনো ধরনের সংঘাত ছড়িয়ে পড়ে তবে বেশ বেকায়দায় পড়বে নতুন সরকার।

এর আগে গাজায় বর্বর ইসরাইলের সাম্প্রতিক আগ্রাসনে প্রায় ২৫৪ ফিলিস্তিনি শহীদ হয়েছে। এর মধ্যে শিশুর সংখ্যা ৬৬। হামাসের ছোড়া রকেটে ১২ ইসরাইলির প্রাণ গেছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img