শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

আবরারের মৃত্যু: প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধে মামলা স্থগিত

রেসিডেনসিয়াল স্কুল ছাত্র নাইমুল আবরারের মৃত্যুর ঘটনায় করা মামলা প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের ক্ষেত্রে ৬ মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।

রোববার (১৩ ডিসেম্বর) সকালে বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. আতোয়ারের রহমানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

গত ১২ নভেম্বর মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ আবরারের মৃত্যুর ঘটনায় প্রথম আলো সম্পাদক মতিউর রহমানসহ ৯ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন। একইসঙ্গে সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১৪ ডিসেম্বর দিন নির্ধারণ করেন আদালত। অভিযোগ গঠনের আদেশ স্থগিত চেয়ে হাইকোর্টে আবেদন করেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান।

২০১৯ সালের ১ ন‌ভেম্বর কিশোর আলোর অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় নবম শ্রেণির ছাত্র নাইমুল আবরার রাহাত। ৬ নভেম্বর আবরা‌রের বাবা ম‌জিবুর রহমান প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের বিরু‌দ্ধে মামলা দায়ের করেন। তার বিরু‌দ্ধে দণ্ড‌বি‌ধির ৩০৪ (ক) ধারায় অব‌হেলাজ‌নিত মৃত্যুর অভিযোগ আনা হয়।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img