শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

পটিয়ার মুহতামিম মাওলানা ওবায়দুল্লাহ হামযাহ; নায়েবে মুহতামিম মাওলানা আবু তাহের নদভী

মাহবুবুল মান্নান


দেশের ঐতিহ্যবাহী ধর্মীয় বিদ্যাপীঠ আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার মুহতামিম নিযুক্ত হয়েছেন মাওলানা ওবায়দুল্লাহ হামযাহ ও নায়েবে মুহতামিম মাওলানা আবু তাহের নদভী।

এ ছাড়াও চট্টগ্রাম জামিয়া দারুল মা’আরিফ আল-ইসলামিয়ার মুহতামিম আল্লামা সুলতান যওক নদভীকে পৃষ্টপোষক ও মাওলানা আমিনুল হককে সদরে মুহতামিম নিযুক্ত করা হয়েছে।

বৃস্পতিবার (৭জুলাই) বাদ যোহর ‘আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া’র এক জরুরি শূরা অধিবেশনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শূরায় সভাপতিত্ব করেন, আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ-এর সভাপতি ও জামিয়া দারুল মাআরিফ আল-ইসলামিয়া চট্টগ্রাম-এর প্রতিষ্ঠাতা মুহতামিম আল্লামা সুলতান যওক নদভী।

শূরায় আরো উপস্থিত ছিলেন মুফতী হাফেজ আহমদুল্লাহ, মাওলানা আমীনুল হক, মাওলানা আবু তাহের নদভী, মাওলানা জসীমুদ্দিন কাসেমী, মাওলানা ফোরকানুল্লাহ খলীল, মাওলানা আব্দুল হক হক্কানী, মুফতী আব্দুল কাদের, মাওলানা এমদাদুল্লাহ নানুপুরী, মাওলানা মুসলিম কক্সবাজার, মুফতী কেফায়তুল্লাহ শফীক, মাওলানা দলীলুর রহমান, মাওলানা আফজলুর রহমান শর্শদী, মাওলানা মাকসুদুর রহমান, মুফতী হাসান মুরাদাবাদি, মাওলানা আমানুল্লাহ।

এছাড়াও ”অতিথি হিসেবে” উপস্থিত ছিলেন পটিয়ার সংসদ সদস্য ও হুইপ সামশুল হক প্রমুখ।

গত ২১ জুন (মঙ্গলবার) পটিয়া মাদরাসার মুহতামিম মুফতী আব্দুল হালীম বোখারী ইন্তেকাল করলে মুহতামিমের পদটি শূন্য হয়। সেদিন মুফতী বোখারীর জানাযার নামাযে মাওলানা ওবায়দুল্লাহ হামযাহকে জামিয়া পটিয়ার ভারপ্রাপ্ত মুহতামিম নিযুক্ত করা হয়।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img