শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

শাটডাউন বাড়ার ব্যাপারে সিদ্ধান্ত মঙ্গলবার

করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান লকডাউন চলবে আগামী ৫ আগস্ট পর্যন্ত। তবে ইতোমধ্যে স্বাস্থ্য অধিদফতরের সুপারিশ, আরো বাড়ানো হোক শাটডাউন। অন্যদিকে জীবন-জীবিকার চাকা সচল করতে শাটডাউন তুলে দেওয়ার পক্ষে সরকারের একাংশ। ফলে দোটানা রয়েছে সরকার।

এমন বাস্তবতায় করণীয় নির্ধারণে মঙ্গলবার (৩ আগস্ট) কোভিড-১৯ পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত আন্ত:মন্ত্রণালয় সভা ডেকেছে সরকার। সেখানেই চূড়ান্ত হবে শাটডাউন বা কঠোর বিধিনিষেধ নিয়ে পরবর্তী সিদ্ধান্ত।

মঙ্গলবার সকাল ১১টায় অনলাইনে অনুষ্ঠিত হতে যাওয়া বৈঠকে সভাপতিত্ব করবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

সভায় মোট ১২ জন মন্ত্রী-প্রতিমন্ত্রী, ১৬ জন সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, পুলিশ মহাপরিদর্শক, বিভিন্ন গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তা, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক, আইইডিসিআর পরিচালকসহ সংশ্লিষ্টরা অংশ নেবেন বলে জানা গেছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img