শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

তরুণীকে ভারতে পাচারের অভিযোগে খুলনায় স্বামী-স্ত্রীর মৃত্যুদণ্ড

বেশী বেতনে কাজের প্রলোভন দেখিয়ে তরুণীকে ভারতে পাচারের অভিযোগে খুলনায় স্বামী ও স্ত্রী দু’জনকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানাও করা হয়েছে।

বুধবার (১৮ মে) দুপুরে খুলনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক আব্দুস সালাম খান এই রায় দেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- খুলনার খানজাহান আলী থানা এলাকার ভাড়াটিয়া শাহীন শেখ ও তার স্ত্রী আছমা বেগম ওরফে সালমা। রায় ঘোষণাকালে আসামিরা পলাতক ছিলেন।

আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফরিদ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, ২০০৯ সালে নগরীর খানজাহান আলী থানার বিআইটি রোডের আজিজুল ইসলামের মেয়ে সাথীকে ভালো বেতনে চাকরি দেওয়ার কথা বলে আসামিরা ভারতে পাচার করে। সেখানে তাকে অনৈতিক কাজে বাধ্য করা হয়। ঘটনা জানার পর মেয়েকে ফেরৎ চাইলে আসামিরা তাদের কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। এ ঘটনায় ভুক্তভোগী সাথীর মা লাকি বেগম বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ৬ (১) ধারায় খানজাহান আলী থানায় মামলা করেন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img