শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

ফিলিস্তিনীদের জমি দখলের প্রতিবাদ করায় নিজেদের ইহুদী এমপিকে পেটালো ইসরাইল (ভিডিও)

তেল আবিব কর্তৃক অবৈধভাবে ফিলিস্তিনীদের জমি দখলের বিরুদ্ধে বিক্ষোভে অংশগ্রহণ করায় ওফার কাসিফ নামের নিজেদের এক ইহুদী সংসদ সদস্যকে বেদম প্রহার করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের পুলিশ। আহত সাংসদ ইসরাইলের সংসদ নেসেটে আরব দলগুলোর জোট ‘জয়েন্ট লিস্ট’-এর একমাত্র ইহুদি সদস্য।

শুক্রবার (৯ এপ্রিল) ফিলিস্তিনের জেরুসালেমে নিজেদের পুলিশের হাতেই হামলার শিকার হন ওই ইহুদী নেতা।

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের পুলিশের হাতে তাদের এই ইহুদী সাংসদের হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, ইহুদী নেতা কাসিফকে পুলিশ ঘুষি মারছে, ঘাড় চেপে ধরছে, মাটিতে টেনেহিচড়ে নিয়ে যাচ্ছে। একপর্যায়ে পুলিশের এক কমকর্তা এ সংসদ সদস্যের বুকে হাটুচেপেও বসেন। পিটুনিতে এমপি কাসিফের চোখ ফুলে ওঠে, শার্ট ছিড়ে ছিন্নভিন্ন হয়ে যায়।

জয়েন্ট লিস্টের আরেক এমপি আহমদ তিবি এ ঘটনাকে ‘নির্দয় হামলা’ উল্লেখ করে সংসদীয় সুরক্ষার লঙ্ঘন বলে অভিহিত করেছেন।

তবে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের পুলিশ দাবি করেছে, এমপি কাসিফই তাদের ওপর আক্রমণ করেছিলেন। একারণে পুলিশ ‘সহনীয় শক্তি’ প্রয়োগ করেছে এবং পরিচয় জানার পরপরই তাকে ছেড়ে দিয়েছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img