শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

চীন আবারও সেনা পাঠালে কঠিন পরিস্থিতিতে পড়বে ভারত

ভারতের সেনা সূত্র বলেছে, শীতে লাদাখ সীমান্তে চীন আবার নতুন করে কোনো পদক্ষেপ নিলে ভারত কঠিন পরিস্থিতিতে পড়তে পারে। ভারতের পক্ষে আগের মতো সেনা সমাবেশ করা কঠিন। কারণ, ভারতের দিকে পরিকাঠামো চীনের মতো উন্নত নয়।

মঙ্গলবার (১২ জানুয়ারি) ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে আনন্দবাজার পত্রিকা এ খবর জানিয়েছে।

সূত্রের বরাতে খবরে বলা হয়, গত নভেম্বরে লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখা থেকে ১৫০ কিলোমিটার বা তার বেশি দূরত্বে মোতায়েন ১০ হাজার সেনাকে সরিয়ে নিয়েছে বেইজিং। কিন্তু প্রকৃত নিয়ন্ত্রণরেখায় মোতায়েন বাহিনীকে এখনও সরানো হয়নি।

সেখানে এখনও দু’দেশের সেনা মুখোমুখি দাঁড়িয়ে আছে। ভারতও লাদাখে মোতায়েন সেনার একাংশকে সরিয়েছে। তবে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় অচলাবস্থা এখনও কাটেনি।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img