শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

‘উত্তরাঞ্চলে উৎপাদিত খাদ্য পণ্য সারা দেশের মানুষের খাদ্য চাহিদা পূরণে বিরাট ভূমিকা রাখে’

ডেপুটি স্পিকার মুহাম্মাদ ফজলে রাব্বি মিয়া বলেছেন, উত্তরাঞ্চলের মানুষের ভাগ্যোন্নয়নে সরকারকে বিশেষ ভূমিকা রাখতে হবে।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর পল্টন টাওয়ারে রংপুর বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকার (আরডিজেএ) বার্ষিক সাধারণ সভায় (এজিএম) প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, উত্তরাঞ্চলে উৎপাদিত খাদ্য পণ্য সারা দেশের মানুষের খাদ্য চাহিদা পূরণে বিরাট ভূমিকা রাখে।

এসময় তিনি সাংবাদিকদের রংপুরের মানুষের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো সংবাদ মাধ্যমে তুলে ধরার আহ্বান জানিয়ে ডেপুটি স্পিকার উত্তরাঞ্চলকে মঙ্গা পীড়িত অঞ্চল বলে সমালোচনা না করে কীভাবে এই এলাকার মানুষের জীবনযাত্রার মানকে আরও উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সে বিষয়ের ওপর গুরুত্বারোপ করতে বলেন।

রংপুর বিভাগ সাংবাদিক সমিতির সভাপতি মাকছাদুর রহমান মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য মুহাম্মাদ মশিউর রহমান রাঙ্গাঁ এমপি, সাধারণ সম্পাদক মিজানুর রহমানসহ সমিতির সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img