শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

সকল ফিলিস্তিনী বন্দীর মুক্তি নিশ্চিত করতে প্রচেষ্টা অব্যাহত রেখেছে হামাস: ইসমাইল হানিয়া

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের কারাগারে আটক থাকা সকল ফিলিস্তিনি বন্দীর মুক্তি নিশ্চিত করণার্থে ফিলিস্তিন ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস নিজেদের প্রচেষ্টা অব্যাহত রেখেছে বলে জানিয়েছেন দলটির রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া।

শনিবার (৪ আগস্ট) ৯ মাসের অন্তঃসত্ত্বা ফিলিস্তিনি বন্দী আনহার আল দ্বীকের মুক্তি প্রসঙ্গে একটি বিবৃতি প্রকাশ করে হামাস।

বিবৃতিতে জানা যায়, হামাস প্রধান হানিয়া ইহুদিবাদী ইসরাইলের কারাগারে আটক থাকা আনহার আল দ্বীকের মুক্তি উপলক্ষে তাকে অভিনন্দন জানান এবং সকল ফিলিস্তিনি বন্দীকে মুক্ত করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে তাকে আশ্বস্ত করেন।

তাছাড়া ইহুদিবাদী ইসরাইলের কুখ্যাত কারাগারে দৃঢ়তা প্রদর্শনের জন্য তিনি সকল ফিলিস্তিনি বন্দীদের প্রশংসা করেন এবং বন্দীদের মুক্তকরণ ইস্যু হামাসের পরিকল্পনায় অগ্রাধিকার প্রাপ্ত বিষয়গুলোর শীর্ষে থাকবে বলে প্রতিজ্ঞা করেন।

প্রসঙ্গত গত বৃহস্পতিবার (২ আগস্ট) ফিলিস্তিনি বন্দী আনহার দ্বীককে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিতে বাধ্য হয় ইহুদিবাদী ইসরাইলের একটি সামরিক আদালত।

সমালোচনা থেকে বাঁচতে ৯ মাসের অন্তঃসত্ত্বা হওয়ার বিবেচনায় শর্ত সাপেক্ষে আল দ্বীকের মুক্তি রায় দেয় তারা।

অপরদিকে আল দ্বীকের আইনজীবী আকরাম সামারা জানান, ইহুদিবাদী ইসরাইলের ওফার সামরিক আদালত ৪০ হাজার শেকেলের (১২৫০০ ডলার) বিনিময়ে তার মক্কেলকে আর্থিক জামিন দিয়েছে। তবে রামাল্লায় তার পারিবারিক বাসভবনে তিনি গৃহবন্দী থাকবেন।

উল্লেখ্য, ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের কুখ্যাত কারাগারগুলোতে এখনো প্রায় ৪৮৫০ জন ফিলিস্তিনি বন্দী মানবেতর কারাজীবন ভোগ করছে।

মানবাধিকার সংগঠনগুলোর তথ্যমতে, ইহুদিবাদী ইসরাইলের কারাগারে দখলকৃত দেশটির ৪১ জন নারী ও ২২৫ জন শিশুর পাশাপাশি ৫৪০ জন রাজনৈতিক বন্দীও রয়েছে।

অপরপক্ষে হামাসের হাতেও কয়েকজন ইহুদিবাদী ইসরাইলের সন্ত্রাসী সেনা ও অফিসার আটক রয়েছে। দু’পক্ষের মাঝে বন্দী বিনিময়ের মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক রাখতে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে যাচ্ছে মিশর।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img