শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

অফিস কারখানা খোলা কিন্তু কর্মীদের জন্য নেই গণপরিবহন

করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আজ সোমবার (৫ এপ্রিল) সারাদেশে শুরু হয়েছে সপ্তাহব্যাপী লকডাউন। ফলে যাত্রীবাহী বাসসহ সব ধরনের গণপরিবহন বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে অফিসগামী যাত্রীরা।

গণপরিবহন না পেয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রায়েরবাগ বাসস্ট্যান্ড অবরোধ করেছেন যাত্রী সাধারণ। তবে সকাল ৯টার দিকে পুলিশ এসে অবরোধকারীদের সরিয়ে দেয়। অবরোধকারীরা অভিযোগ করেন, লকডাউন সত্ত্বেও সড়কে প্রাইভেটকার, ট্রাক, সিএনজি চলাচল করছে। কারখানা ও অফিসও খোলা রয়েছে। কিন্তু শ্রমিক বা কর্মচারীদের যাতায়াতের জন্য কোনও পরিবহন নেই। ফলে অফিস খোলা থাকার পরেও তারা যেতে পারছেন না।

তারা দাবি করেন, অফিস-কারখানা খোলা রাখলে তাদের জন্য গণপরিবহনেরও ব্যবস্থা করতে হবে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img