শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

তেল সঙ্কটে পাকিস্তান; দ্রুত সমাধানের পথ খুঁজছেন ইমরান খান

করোনা পরিস্থিতির পর পাকিস্তানের অর্থনীতি নিয়ে বেশ চ্যালেঞ্জিং সময় পার করছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। মুদ্রাস্ফীতির সাথে দ্রব্যমূল্যও লাগামহীন হয়ে পড়েছে। এমতাবস্থায় দেশটিতে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য দ্রুত সমাধানের পথ খুঁজছেন ইমরান খান।

তবে সাময়িকভাবে দেশটির জনগণের মধ্যে দেখা দিয়েছে অসন্তোষ।

শুক্রবার (৫ নভেম্বর) দেশটির জাতীয় সংসদে প্ল্যাকার্ড হাতে স্লোগান দিয়ে তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদও জানিয়েছেন বিরোধী দলীয় আইনপ্রণেতারা।

গণমাধ্যম সূত্রে জানা যায়, অর্থনৈতিক সংকট এড়াতে গত বৃহস্পতিবার রাত থেকে দেশটিতে পেট্রোলিয়াম পণ্যের দাম লিটারপ্রতি প্রায় ৮ রুপি বাড়ানো হয়েছে। পাকিস্তানে পেট্রলের দাম ৮ দশমিক ০৩ রুপি বেড়ে প্রতি লিটার বিক্রি হচ্ছে ১৪৫ দশমিক ৮২ রুপিতে। ডিজেলের দাম ৮ দশমিক ১৪ রুপি বেড়ে হয়েছে ১৪২ দশমিক ৬২ রুপি। আর কেরোসিনের দাম লিটারপ্রতি ৬ দশমিক ২৭ রুপি বেড়ে বিক্রি হচ্ছে ১১৬ দশমিক ৫৩ রুপিতে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img