শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

কুকুর-বিড়াল ও গাধা নিতে আফগানিস্তানে বিমান পাঠাচ্ছে ব্রিটেন

এবার আফগানিস্তান থেকে কুকুর-বিড়াল সরিয়ে নিতে বিমান পাঠাতে যাচ্ছে ব্রিটেন।

আফগানিস্তানে পশুসেবামূলক দাতব্য সংগঠন পরিচালনা করে আসছিলেন ব্রিটিশ নৌবাহিনীর সাবেক সদস্য পল ফার্থিং। সেখানে তার স্টাফসহ শতাধিক কুকুর ও বিড়াল আছে। নিজের পশুসেবা সংগঠন নওজাদ। তার সবকর্মী, তাদের পরিবার ও কুকুর-বিড়ালগুলোকে নিরাপদে আফগানিস্তান থেকে সরিয়ে নেওয়ার অনুরোধ জানান পল।

কুকুর-বিড়ালগুলো আনতে কিছুদিনের মধ্যে বিমান পাঠানো হতে পারে। একটি কার্গো বিমানে করে যেন প্রাণীগুলোকে নিরাপদে কাবুল বিমানবন্দর থেকে নেওয়া যায় এজন্য বড় অঙ্কের অর্থ সংগ্রহ করেন ফার্থলিং। কিন্তু বিমানবন্দরের বর্তমান পরিস্থিতি একেবারেই নাজেহাল। ১৪০টি কুকুর, ৬০টি বিড়াল এবং ১২টি গাধা রয়েছে। এগুলোকে বিমানবন্দর পর্যন্ত আনাটাই জটিল মনে করছেন তিনি।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img