শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

কুষ্টিয়ার ঘটনা সরকারের গভীর নীল নকশার চক্রান্ত: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কুষ্টিয়ার ঘটনা সরকারেরই নীল নকশার চক্রান্ত।

আওয়ামী লীগ দেশের গণতন্ত্রকে বিপন্ন করে ফেলেছে বলে দাবি করেন তিনি।

জনগণের মত প্রকাশের কোনো স্বাধীনতা নেই বলেও অভিযোগ করেন তিনি।

ক্ষমতা চিরস্থায়ী করতে নিজেদের সব অপকর্ম অন্যের ঘাড়ে চাপানোর চেষ্টা করছে বলেও দাবি করেন তিনি।

আর শিকলবন্দী গণতন্ত্রকে মুক্ত করতে শপথ নেয়ার আহবান জানান বিএনপি নেতারা।

রোববার সকালে জাতীয় প্রেসক্লাবে স্বৈরাচার পতন দিবসের আলোচনা সভায় এসব কথা বলেন তারা।

১৯৯০ সালের ৬ ডিসেম্বর এরশাদ সরকারের পতনের পর সংসদীয় গণতন্ত্রের পথচলা শুরু হয়।

এ উপলক্ষে রোবাবার সকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে ৯০ এর ডাকসু ও সর্বদলীয় ছাত্রঐক্য।

এতে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ,ডাকসুর সাবেক ভিপি ও বিএনপির ভাইস চেয়ারম্যান আমান উল্লাহ আমানসহ দলের নেতাকর্মীরা।

৯০ সালে মুক্ত হয়া গণতন্ত্র–আজ শীকলবন্দি রয়েছে–এমন দাবি করেন বিএনপি নেতারা।

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, সরকার গণতন্ত্রের কথা বললেও কাজে-কর্মে রয়েছে ভিন্নতা। বহু ত্যাগের বিনিময় অর্জিত গণতন্ত্রকে আওয়ামী লীগই হত্যা করেছে বলে দাবি করেন তিনি।

কুষ্টিয়ার ঘটনা সরকারের গভীর নীল নকশার চক্রান্ত উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ক্ষমতায় ঠিকে থাকতে তারা সব অপকর্ম অন্যের ঘাড়ে চাপাচ্ছে।

গণতন্ত্রের জন্য সারা জীবন সংগ্রাম করা খালেদা জিয়াকে বন্দি রেখে পুরা জাতিকে বন্দি করেছে সরকার-এমন দাবিও করেন তিনি।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img