শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

করোনাকালে দ্বিতীয় বারের মতো ফিলিস্তিনকে মেডিকেল সহায়তা দিল তুরস্ক

ইনসাফ | নাহিয়ান হাসান

বৈশ্বিক মহামারী কোভিড-১৯ ভাইরাস থেকে আত্মরক্ষার জন্য দ্বিতীয় বারের মতো তুরস্কের কাছ থেকে মেডিকেল সহায়তা পেয়েছে ফিলিস্তিন।

সোমবার (৩০ নভেম্বর) ফিলিস্তিনে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত আহমদ রেজা দেমিরির ও তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থা টিআইকেএর পরিচালক আহমদ রফিক জেতিনকায়া আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনের কাছে তুরস্কের মেডিকেল সহায়তা সামগ্রী হস্তান্তর করেন।

এসময় ফিলিস্তিনের পক্ষে তুরস্কের মেডিকেল সহায়তা সামগ্রী গ্রহণ করেন ফিলিস্তিনের বৈদেশিক সম্পর্কোন্নয়ন ও প্রবাসী কল্যাণ মন্ত্রী রিয়াদ আল মালিকী এবং স্বাস্থ্যমন্ত্রী মাইয়্যিলকাইলাহ।

মেডিকেল সামগ্রী গ্রহণ করার পর রিয়াদ আল মালিকী বলেন, কোভিড-১৯ থেকে আত্মরক্ষার্থে ফিলিস্তিনে মেডিকেল সহায়তা প্রেরণ করায় আমরা আন্তরিক ভাবে তুর্কী সরকারের ধন্যবাদ জ্ঞাপন করছি।

তিনি আরো বলেন, এই মেডিকেল সহায়তা সামগ্রী দুই দেশের সম্পর্ককে আরো মজবুত করবে। তাছাড়া, এটি বিশ্বব্যাপী ভয়াবহ আকারে ছড়িয়ে পরা মহামারীর কারণে সংকটে থাকা স্বাস্থ্য ও অর্থনৈতিক খাতের সংকট থেকে উত্তরণের আন্তর্জাতিক প্রচেষ্টার অংশও বটে।

সূত্র: ডাব্লিউএএফএ।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img