শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

এরদোগানের ধমকে তুরস্কের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার সিদ্ধান্ত পশ্চিমা দেশগুলোর

তুরস্কে নিযুক্ত আমেরিকাসহ পশ্চিমা ১০টি দেশের রাষ্ট্রদূতকে প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদেগান কর্তৃক বহিষ্কারের নির্দেশের পর আঙ্কারার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না বলে ঘোষণা দিয়েছে দেশগুলোর ৮টি দেশ।

সোমবার (২৫ অক্টোবর) এক বিবৃতিতে ওই দেশেগুলো এই ঘোষণা দেয়।

এখন পর্যন্ত জার্মানি এবং ফ্রান্স বাদে বাকি ৮টি দেশ “Vienna Convention on Diplomatic Relations” এর ৪১ নম্বর ধারা অনুযায়ী বিদেশী রাষ্ট্রদূতরা সে দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে পারবে না বলে ঘোষণা দিয়েছে।

পশ্চিমা দেশগুলোর অবস্থান পরিবর্তন করে তুরস্কের সার্বভৌমত্ব মেনে নেওয়ায় এরদোগান তাদের এই বিবৃতিকে স্বাগত জানিয়েছেন। এর মাধ্যমে এই রাষ্ট্রদূতদের আর বহিষ্কার করা হবে না।

উল্লেখ্য, চলতি মাসের ১৫ অক্টোবর তুরস্কের বিরোধী দলীয় নেতা সোমবার (১৮ অক্টোবর)-কে দিন নির্ধারিত করে সরকার বিরোধী আন্দোলন শুরুর ঘোষণা দেন। সেসময় তিনি বলেন, সোমবার থেকে সরকারের পক্ষে যে আমলারা কাজ করবে তাদেরকে নজরে রাখা হবে। তিনি ক্ষমতায় আসলে তাদেরকে কোনভাবে ছাড় দিবেন না। এটাকে আমলাদের বিরুদ্ধে সরাসরি হুমকি হিসেবে দেখছে তুরস্কের রজব তাইয়েব এরদোগান সরকার।

এদিকে তুরস্কের বিরোধী দলীয় নেতার সরকারবিরোধী ঘোষিত আন্দোলনের নির্ধারিত সময়ের একদিন পর মঙ্গলবার (১৯ অক্টোবর) দেশটিতে নিযুক্ত ১০ টি পশ্চিমা দেশের রাষ্ট্রদূতরা আমেরিকার নেতৃত্বে এক বিবৃতি প্রকাশ করে। বিবৃতিতে ২০১৩ সালের গেযি পার্ক আন্দোলন এবং ২০১৬ সালের সামরিক অভ্যুত্থানের পিছনে গুরুত্বপূর্ণ সিভিল ব্যক্তি হিসেবে তুর্কি সরকারের চিহ্নিত ওসমান কাভালা নামক এক ব্যবসায়ীর এরেস্টের বিরুদ্ধে যৌথ বিবৃতি দিয়ে সরকারকে হুমকি দেয় পশ্চিমা দেশগুলো। যদিও তিনি ২০১৭ সালের অক্টোবর থেকে বন্দি রয়েছেন।

এরদোগান সরকার চিহ্নিত এই ব্যক্তিকে আমেরিকার ইহুদী ধনকুবের জর্জ সরোস-এর তুরস্কের গোপন প্রতিনিধি হিসেবে দেখছে। সরোসের ওপেন সোসাইটি ফাউন্ডেশনের তুরস্কের প্রধান এই কাভালা। এই ফাউন্ডেশনটি তুরস্কে অনেক তথাকথিত সংখ্যালঘু এবং LGTB সংগঠনকে প্রচুর পরিমাণ আর্থিক সহয়তা দিয়েছে।

তুরস্কের বিরোধী দলীয় নেতার সরকারবিরোধী আন্দোলনের সময়ে চিহ্নিত ওই সিভিল ব্যক্তির মুক্তির পক্ষে আমেরিকার নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলোর হুমকির প্রতিক্রিয়ায় গত শনিবার (২০ অক্টোবর) এরদোগান এই সব রাষ্ট্রদূতদের বহিষ্কারের হুমকি দিয়েছেন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img