শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

ভারতে ৪০ কোটি মানুষ এখন বাহুবলী: নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, যেসব মানুষ কোভিড-১৯ টিকার একটি ডোজ নিয়েছেন তারা এখন রোগটির বিরুদ্ধে লড়াইয়ে বাহুবলীতে পরিণত হয়েছেন।

সোমবার পার্লামেন্টের গ্রীষ্মকালীন অধিবেশন শুরু হওয়ার আগে সাংবাদিকদের একথা বলেন তিনি।

মোদি বলেন, ‘টিকা দেওয়া হয় বাহুতে (হাত), আর যারা নিয়েছেন, করোনার বিরুদ্ধে লড়াইয়ে তারা সবাই এখন বাহুবলী। কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে ৪০ কোটির বেশি মানুষ বাহুবলীতে পরিণত হয়েছেন। এটি আরও বাড়বে। মহামারিতে বিপর্যস্ত পুরো বিশ্ব। তাই আমরা পার্লামেন্টে বিষয়টি নিয়ে অর্থবহ আলোচনা চাই।’

মোদি আরও বলেন, ‘আমরা চাই মহামারী নিয়ে আলোচনা হোক অগ্রাধিকার দিয়ে। সব সাংসদরা গঠনমূলক প্রস্তাব দিন, যাতে কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে নতুন দৃষ্টিভঙ্গি আসে এবং সবাই মিলে যাতে কোভিডের বিরুদ্ধে লড়তে পারি।’

তিনি বলেন, ‘পার্লামেন্টে করোনা নিয়ে আলোচনায় রাজি। সরকার সব তথ্য দিতে তৈরি। সরকারকে তীক্ষ্ণ প্রশ্ন করুন, শান্তিপূর্ণভাবে সরকারকে উত্তর দিতে দিন।’

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের রবিবারের তথ্য অনুসারে, দেশটিতে করোনার টিকা দেওয়া হয়েছে ৪০ কোটি ৬৪ লাখ ৮১ হাজার ৪৯৩ ডোজ।

করোনা মোকাবিলায় সরকারের কাজের কথা তুলে ধরে ভারতীয় প্রধানমন্ত্রী বলেন, ৪০ কোটি টিকা দেওয়া হয়েছে। করোনা মোকাবিলায় জোটবদ্ধ হয়ে লড়াই করতে হবে। দেশে সুস্থতার হার বেড়ে ৯৭.৩২ শতাংশ। রাজ্যগুলোকে ৪২.১৫ কোটি রুপি দেওয়া হয়েছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img