শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

ফিলিস্তিনিদের মসজিদ ও স্কুল গুড়িয়ে দিয়েছে ইহুদিবাদী ইসরাইল

ইনসাফ | নাহিয়ান হাসান


দখলকৃত ফিলিস্তিনে একটি মসজিদ ও স্কুল গুড়িয়ে দিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।

বুধবার (২৭ জানুয়ারি) ফিলিস্তিনের ইয়াত্তা নামক অঞ্চলে এই ঘটনা ঘটে।

নিরাপত্তা ও স্থিতিশীলতা বিষয়ে সমন্বয়কারী ফুয়াদ আল আমুর জানান, খরিবাতু উম্মে ক্বাসায় বসবাসরত আজওয়াদিন বেদুইন সম্প্রদায়ের স্থাপনাগুলোতে ইহুদিবাদী ইসরাইলের সেনারা বুলডোজার দিয়ে অভিযান চালিয়ে একটি মসজিদ এবং স্থানীয় একটি স্কুল ধ্বংস করে দেয়।

তার বক্তব্য মতে, ইহুদিবাদী ইসরাইলের সেনা কর্তৃপক্ষ স্থাপনাগুলো অন্যত্র সরিয়ে নেওয়ার নোটিশ এর মাধ্যমে অবৈধভাবে দাবি তোলে। আজওয়াদিন বেদুইন সম্প্রদায়কে নোটিশ প্রেরণ করলেও ইসরাইলীদের দেওয়া নির্ধারিত সময়ের আগেই বুলডোজার নিয়ে তারা সেখানে হাজির হয়! এবার মসজিদ ও স্কুল ভেঙে দেয়।

উল্লেখ্য, মসজিদ ও স্কুল ধ্বংসের মাধ্যমে ফিলিস্তিনি বেদুইন এবং তাদের শিশুদেরকে ধর্মীয় ও শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করার মতো আরো বিভিন্ন ধরনের মানবাধিকার লঙ্ঘনমূলক অপরাধ অনবরত করে চলেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র।

গাছপালা ও কৃষিজমি উজাড়, স্কুল,মসজিদ ও বাসস্থান ধ্বংস এবং গুম,খুন, হত্যা এখন তাদের নিত্যদিনের পেশায় পরিণত হয়েছে।

সূত্র: ডাব্লিউএএফএ

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img