শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

সু চিকে ১৪ দিনের রিমান্ডে নিল পুলিশ

অং সান সু চির বিরুদ্ধে আমদানি-রপ্তানি আইন লঙ্ঘনের দায়ে মিয়ানমারের রাজধানীর একটি থানায় অভিযোগ দায়ের করেছে দেশটির পুলিশ। ওই মামলায় তার ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

বুধবার (৩ ফেব্রুয়ারি) সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) এক মুখপাত্র কি তোয়ে এ তথ্য জানান।

ফেসবুক পোস্টে তিনি বলেন, পহেলা ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত (১৪ দিন) অং সান সু চি আটক থাকবেন।

তিনি বলেন, আমরা নির্ভরযোগ্য তথ্য পেয়েছি যে, দাখিনাথিরি আদালত আমদানি-রপ্তানি আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় রিমান্ড মঞ্জুর করেছে।

তিনি জানান, দেশের ক্ষমতাচ্যুত রাষ্ট্রপতি উইন মিন্ট দুর্যোগ ব্যবস্থাপনা মামলায় ইতিমধ্যে পুলিশি রিমান্ডে রয়েছেন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img